ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ | ৫ পৌষ ১৪৩২
Logo
logo

মাদুরোর বিস্ফোরক অভিযোগ: আমেরিকা পুতুল সরকার বসিয়ে ভেনেজুয়েলার সম্পদ লুট করতে চায়!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

মাদুরোর বিস্ফোরক অভিযোগ: আমেরিকা পুতুল সরকার বসিয়ে ভেনেজুয়েলার সম্পদ লুট করতে চায়!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাত করে দেশটাকে একটা কলোনিতে পরিণত করতে চায়। ওয়াশিংটনের সাম্প্রতিক হুমকি আর তেল অবরোধকে তিনি ‘বর্বরতার কূটনীতি’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

স্থানীয় সময় বুধবার ১৭ ডিসেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, “ওয়াশিংটন কারাকাসে একটা ‘পুতুল সরকার’ চাপিয়ে দিতে চায়, যা ৪৭ ঘণ্টাও টিকবে না।”
ভেনেজুয়েলাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের প্রচারণাকে মাদুরো ‘যুদ্ধবাজ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটনের এই তৎপরতার মূল লক্ষ্য ভেনেজুয়েলার সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দখল করা।

মাদুরোর বক্তব্য, “তারা ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তন করে একটা পুতুল সরকার বসাতে চায়। এটা আমাদের সংবিধান, সার্বভৌমত্ব এবং দেশের সব সম্পদ তাদের হাতে তুলে দেবে। এমনকি দেশের স্বাধীনতা কেড়ে নিয়ে আমাদের কলোনিতে পরিণত করবে। এটা কখনো ঘটবে না, আর ঘটতে দেওয়া হবে না।”

মাদুরোর এই মন্তব্য আসে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহনকারী অনুমোদিত ট্যাঙ্কারগুলোর ওপর ট্রাম্পের অবরোধ ঘোষণার পর। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বলে চিহ্নিত করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয় এবং দেশের সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলার পদক্ষেপ নেওয়া হয়েছে।