ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ | ৫ পৌষ ১৪৩২
Logo
logo

ইতিহাস গড়লো ইসরায়েল-মিশর! ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি, কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ইতিহাস গড়লো ইসরায়েল-মিশর! ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি, কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত

ইসরায়েল আবারও ইতিহাসের সাক্ষী হল। দেশটি মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলার মূল্যের এক প্রকাণ্ড প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির ঘোষণা দিয়ে বলেন, এর আর্থিক মূল্য ও রপ্তানির পরিমাণ বিবেচনায় এটিই ইসরায়েলের ইতিহাসে সর্ববৃহৎ চুক্তি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি "অর্থনৈতিক ও কৌশলগত অর্জন" বলে উল্লেখ করেছেন। চুক্তির আওতায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন গ্যাসক্ষেত্রগুলো থেকে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মিশরে রপ্তানি করা হবে। এ গ্যাস সরবরাহের দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন।

একসময় প্রাকৃতিক গ্যাসে প্রায় স্বয়ংসম্পূর্ণ মিশর নিজেই গ্যাস রপ্তানি করতো। তবে বর্তমান সময়ে দেশটি এখন ইসরায়েল থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের গ্যাস আমদানির দিকে যাচ্ছে, যা একটি বড় পরিবর্তন।

ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেনের সাথে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, "এই চুক্তি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় অবদান রাখবে। একই সাথে এটি আমাদের অর্থনৈতিক জলসীমায় গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহও বাড়াবে।"

এ বিষয়ে সংশ্লিষ্ট এক ইসরায়েলি সূত্র জানায়, চুক্তিটি অনুমোদন দেওয়ার প্রক্রিয়া কয়েক মাস ধরে ঝুলে ছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইসরায়েলকে এটি অনুমোদন দিতে বাধ্য হতে হয়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত মিশর সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।