ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ | ৫ পৌষ ১৪৩২
Logo
logo

তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত! ট্রাভেল পাসের আবেদন করে বড় পদক্ষেপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত! ট্রাভেল পাসের আবেদন করে বড় পদক্ষেপ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরতে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে সবার চোখ ছিল—কীভাবে তিনি ফিরবেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটা কূটনৈতিক সূত্র জাগো নিউজকে এই খবর নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তারেক রহমান ট্রাভেল পাসের ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন।
জানা গেছে, তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। ব্রিটিশ পাসপোর্ট আছে কি না, সেটাও এখনো স্পষ্ট হয়নি। এমন পরিস্থিতিতে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।

এই ট্রাভেল পাস নিয়ে এত হইচইয়ের কারণ হলো—রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ শেষ হওয়ার পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে গেলে তাকে ট্রাভেল পাস নিয়েই আসতে হচ্ছে।