ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ | ৫ পৌষ ১৪৩২
Logo
logo

আরসিবিতে চুক্তির পরই বড় চমক! রাজত পাতিদারকে সরিয়ে মধ্যপ্রদেশের অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

আরসিবিতে চুক্তির পরই বড় চমক! রাজত পাতিদারকে সরিয়ে মধ্যপ্রদেশের অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (MPCA) আসন্ন বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এর জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। রাজত পাতিদারকে সরিয়ে এবার মধ্যপ্রদেশের নেতৃত্বে থাকছেন ভেঙ্কটেশ আইয়ার। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় এমপিসিএ।

চমক এখানেই শেষ নয়। ২০২৫-২৬ মৌসুমে মধ্যপ্রদেশের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে রাজত পাতিদারের নাম ঘোষণা করা হলেও, বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে জায়গাই পাননি তিনি। পাতিদারকে না নেওয়ার পেছনে কোনো চোট বা ফিটনেস সমস্যার কারণ আছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি এমপিসিএ।

রাজত পাতিদার নয়, বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের নেতৃত্বে ভেঙ্কটেশ আইয়ার

সম্প্রতি হাঁটুর চোট কাটিয়ে রাজত পাতিদার সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫-এ মধ্যপ্রদেশ দলে খেলেছিলেন। অধিনায়ক হিসেবে তার সাফল্যের ঝুলিও বেশ ভারী। চলতি বছরই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-কে তাদের ইতিহাসের প্রথম আইপিএল শিরোপা এনে দেন।

এর আগে সেন্ট্রাল জোনকে ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো দুলিপ ট্রফি জেতান পাতিদার। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালেও মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেন তিনি। এমন পারফরম্যান্সের পরও তাকে দলে না রাখায় অনেকেই অবাক হয়েছেন।

আইপিএল ২০২৬ নিলামে আরসিবির চুক্তির পরই অধিনায়কত্ব পেলেন ভেঙ্কটেশ আইয়ার

আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ ডিসেম্বর এমপিসিএ জানায়—“আহমেদাবাদে ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজয় হাজারে ট্রফির লিগ পর্বে মধ্যপ্রদেশের পুরুষ সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে বেছে নেওয়া হয়েছে।”

৩০ বছর বয়সী ভেঙ্কটেশ আইয়ার সম্প্রতি আইপিএল ২০২৬ নিলামে বড় খবরের শিরোনাম হন। কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে ছাড়ার পর তাকে ৭ কোটি রুপিতে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত কেকেআরের হয়ে খেলেছেন আইয়ার এবং ২০২৪ সালে আইপিএল শিরোপাও জেতেন।

মধ্যপ্রদেশের অধিনায়কত্ব পাওয়া আইয়ারের জন্য বড় এক স্বীকৃতি। মজার বিষয় হলো, আইপিএল ২০২৬-এ তিনি খেলবেন আরসিবিতে, যেখানে তার অধিনায়ক হবেন রাজত পাতিদার। পাশাপাশি ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পাবেন বিরাট কোহলির সঙ্গে।

আইপিএল ২০২৬ নিলামের দুই তারকা নিয়ে শক্তিশালী মধ্যপ্রদেশ দল

১৬ সদস্যের মধ্যপ্রদেশ দলটিতে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো মিশেল। উইকেটকিপারের দায়িত্বে থাকছেন হিমাংশু মন্ত্রি। ব্যাটিং বিভাগে দলের ভরসা যশ দুবে ও শুভম শর্মা।

অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আইয়ার ছাড়াও দলে আছেন হরপ্রীত সিং, কুমার কার্তিকেয়া ও ত্রিপুরেশ সিং। বোলিং আক্রমণ শক্তিশালী করবেন আরিয়ান পাণ্ডে ও রাহুল বাথাম। ৫০ ওভারের এই টুর্নামেন্টে লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ঋতিক তাড়া।

এছাড়া আইপিএল ২০২৬ নিলামে দল পাওয়া দুই ক্রিকেটার—অলরাউন্ডার শিভাং কুমার ও বাঁহাতি পেসার মঙ্গেশ যাদবও রয়েছেন স্কোয়াডে। ফিটনেসের শর্তসাপেক্ষে দলে রাখা হয়েছে সরাংশ জৈন ও মাধব তিওয়ারিকেও।

বিজয় হাজারে ট্রফি লিগ পর্বে মধ্যপ্রদেশ স্কোয়াড

ভেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), হর্ষ গাওলি, হিমাংশু মন্ত্রি (উইকেটকিপার), যশ দুবে, শুভম শর্মা, হরপ্রীত সিং, ঋষভ চৌহান, ঋতিক তাড়া, শিভাং কুমার, আরিয়ান পাণ্ডে, রাহুল বাথাম, ত্রিপুরেশ সিং, মঙ্গেশ যাদব, কুমার কার্তিকেয়া, সরাংশ জৈন, মাধব তিওয়ারি (ফিটনেস সাপেক্ষে)।