এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের মাঝেই নিজের শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল। সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) চলাকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন অনেকটাই সুস্থ তিনি। বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, ধীরে ধীরে সেরে উঠছেন এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
১৬ ডিসেম্বর পুনেতে রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন জয়সওয়াল। রান তাড়া করতে নেমে ১৬ বলে ১৫ রান করেন তিনি, যেখানে ছিল তিনটি বাউন্ডারি। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
‘ভালোভাবেই সেরে উঠছি, চিকিৎসক দলকে ধন্যবাদ’—যশস্বী জয়সওয়াল
গ্যাস্ট্রোএন্টেরাইটিস থেকে সেরে উঠে হাসপাতাল ছাড়লেন জয়সওয়াল, ৭-১০ দিনের সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ
চিকিৎসকরা সিটি স্ক্যান ও আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার পর নিশ্চিত করেন, যশস্বী জয়সওয়াল অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছিলেন। চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আগামী ৭ থেকে ১০ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এই সময়টা তার শরীরের শক্তি ফেরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে। পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মাঠে ফেরানো হবে না বলেই জানা গেছে।
একজন ক্রীড়া ফিজিওথেরাপিস্ট বলেন, “অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস থেকে শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে যেতে পারে। একজন অ্যাথলেটের ক্ষেত্রে সম্পূর্ণ বিশ্রাম খুবই জরুরি, না হলে আবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে এবং মাঠের বাইরে থাকার সময় আরও বেড়ে যেতে পারে।”
দক্ষিণ আফ্রিকা ওয়ানডের পরই শেষবার ভারতের হয়ে মাঠে নামেন জয়সওয়াল
হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন আগেই ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ৫০ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে দল ফাইনালে উঠতে পারেনি।
সবশেষ আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের হয়ে খেলেছেন জয়সওয়াল। প্রথম দুই ম্যাচে রান পাননি, তবে বিশাখাপত্তনমে শেষ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। অপরাজিত ১১৬ রান করে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন এবং ভারতকে বড় জয় এনে দেন।
তিন ম্যাচের সিরিজে মোট ১৫৬ রান করেন তিনি। চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়নি, ফলে কিছুটা আন্তর্জাতিক বিরতি পেয়েছেন। ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হলেও, পুরোপুরি সুস্থ না হলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।