এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব আধুনিক ক্রিকেটে হেড কোচের ভূমিকা নিয়ে নিজের মতামত জানিয়েছেন, যখন বর্তমান কোচ গৌতম গম্ভীর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের জন্য প্রচণ্ড চাপের মুখে।
সম্প্রতি ভারত আরেকটা ঘরের মাঠের টেস্ট সিরিজ হারল, এবার দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ঐতিহাসিক ২-০ ব্যবধানে জিতল। গৌতম গম্ভীরের আমলে এটা ভারতের দ্বিতীয় হোয়াইটওয়াশ, গত বছর নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের পর।
কপিল দেব গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন!!
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল মনে করেন, আধুনিক যুগে ‘কোচ’ শব্দটা প্রায়ই ভুল বোঝানো হয়। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের স্কুল-কলেজের মতো বেসিক শেখানোর দরকার নেই, কারণ এই লেভেলের খেলোয়াড়রা নিজেদের স্কিল আর ভূমিকা খুব ভালো জানে।
তিনি বলেন, খেলোয়াড়দের দরকার এমন কেউ যিনি টিমের পরিবেশ সামলাতে পারেন, খেলোয়াড়দের মানসিকতা বুঝতে পারেন এবং সবাইকে আত্মবিশ্বাসী রাখতে পারেন।
সাবেক অলরাউন্ডার মনে করেন, আধুনিক হেড কোচের কাজটা টিম ম্যানেজারের মতো। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আইসিসি সেন্টেনারি সেশনে আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
কপিল দেব অনুষ্ঠানে পিটিআইকে উদ্ধৃত করে বলেন: “আজকাল ওই পদকে কোচ বলা হয়... ‘কোচ’ এখন খুব সাধারণ শব্দ। গৌতম গম্ভীর কোচ হতে পারেন না। তিনি টিমের ম্যানেজার হতে পারেন। ‘কোচ’ বলতে আমি স্কুল-কলেজে যাদের কাছে শিখেছি, তাদের বুঝি। তারা আমাকে সামলাতে পারতেন।
”
লেগ স্পিনারকে গৌতম গম্ভীর কীভাবে কোচিং দেবেন: কপিল দেব
গম্ভীরকে একটু খোঁচা দিয়ে কিংবদন্তি অলরাউন্ডার বলেন, সাবেক ভারতীয় ব্যাটার কোনো স্পেশালিস্ট লেগ স্পিনারকে বোলিং শেখাতে পারবেন না। হেড কোচের মূল দায়িত্ব খেলোয়াড়দের সামলানো, টেকনিক্যাল কোচিং নয়। তিনি বলেন, ম্যানেজারের কাজ খেলোয়াড়দের আরামদায়ক, সমর্থিত ও বিশ্বাসী রাখা—যখন পরিস্থিতি খারাপও যায়।
সাবেক ভারতীয় অধিনায়ক আরও বলেন, “যখন কোনো লেগ স্পিনারের নাম দেওয়া হয়, গৌতম কীভাবে তার কোচ হবেন বা উইকেটকিপারের? আমি মনে করি সামলাতে হয়। ওটাই বেশি জরুরি।
ম্যানেজার হিসেবে তাদের উৎসাহ দিয়ে বলতে হয়, ‘তুমি পারবে’, কারণ ম্যানেজার হলে ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকে। আমার ম্যানেজার বা অধিনায়ক কীভাবে আমাকে আরাম দেবে? ম্যানেজার ও অধিনায়কের কাজই হলো টিমকে আরাম দেওয়া এবং সবসময় বলা, ‘তুমি আরও ভালো করতে পারো।’ আমি এভাবেই দেখি।”
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির ৫০ কোটি টাকার মানহানি মামলা লিওনেল মেসি কলকাতা ইভেন্ট নিয়ে
কপিল দেবের গুরুত্বপূর্ণ নেতৃত্বের শিক্ষা
গৌতম গম্ভীরকে সরাসরি বার্তা দিয়ে কপিল দেব বলেন, নেতৃত্ব মানে এমন পরিবেশ তৈরি করা যেখানে খেলোয়াড়রা মুক্ত ও পজিটিভ থাকে—ড্রেসিংরুমে বিভেদের খবর বেরোচ্ছে বলে।
কিংবদন্তি অলরাউন্ডার পরামর্শ দেন, আধুনিক যুগের অধিনায়ক ও কোচদের ভালো করা খেলোয়াড়ের চেয়ে খারাপ করা খেলোয়াড়দের সঙ্গে বেশি সময় কাটাতে হবে, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হবে।
ভারতীয় কিংবদন্তি শেষ করে বলেন, “তাই আমি মনে করি অধিনায়ক হিসেবে তোমার ভূমিকা শুধু নিজের পারফরম্যান্স নয়, টিমকে একসঙ্গে গড়ে তোলাও।”