বিএইচ সিজান প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। শনিবার বিকেল চারটা থেকেই ছাত্র জনতার ঢল নামতে শুরু করে এই গুরুত্বপূর্ণ মোড়ে। জানাজা শেষে ক্ষুব্ধ মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সরেজমিনে দেখা যায়, জানাজা শেষ করেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ছাত্র জনতা দলবেঁধে শাহবাগ অভিমুখে যাত্রা করে। তাদের কণ্ঠে ছিল একটাই দাবি—হত্যাকারীদের দ্রুত বিচার। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে রাজপথ রূপ নেয় প্রতিবাদের মঞ্চে। আন্দোলন ধীরে ধীরে বড় আকার ধারণ করতে থাকে।
এর আগে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদিকে দাফন করা হয়। সেখানে উপস্থিত মানুষ আবেগ ধরে রাখতে পারেননি। চোখের জল আর ভারী হৃদয়ে শেষ বিদায় জানান তারা। পুরো পরিবেশ ছিল শোক আর ক্ষোভে ভরপুর।
জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা হয়ে দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এরপরই ছাত্র জনতা শাহবাগে অবস্থান নেয়। তারা ঘোষণা দেয়, বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শাহবাগে এখন একটাই স্লোগান—বিচার চাই, বিচার চাই।