ঢাকা, রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ | ৬ পৌষ ১৪৩২
Logo
logo

ইরানের ফাঁসি কাষ্ঠে ইসরায়েলি গুপ্তচর: ২৭ বছরের যুবকের মৃত্যুদণ্ড কার্যকর!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

ইরানের ফাঁসি কাষ্ঠে ইসরায়েলি গুপ্তচর: ২৭ বছরের যুবকের মৃত্যুদণ্ড কার্যকর!

ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে আঘিল কেশাভার্জ নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছে—ইসরায়েলি শাসনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত আঘিল কেশাভার্জের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই তার ফাঁসি কার্যকর করা হয়।

মামলার নথি অনুযায়ী, কেশাভার্জকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তেল আবিব সরকারের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বজায় রাখা এবং ইরানের ভেতরে সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনায় নজরদারি ও ছবি ধারণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিচারিক দলিল থেকে আরও জানা যায়, কেশাভার্জ সাইবারস্পেসের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ইহুদিবাদীদের সঙ্গে সহযোগিতার সময় তিনি ইসরায়েলি সামরিক বাহিনী ও মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে পৃথক যোগাযোগও বজায় রেখেছিলেন।

কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ইসফাহানের বাসিন্দা ২৭ বছর বয়সী আঘিল কেশাভার্জ ছিলেন স্থাপত্য বিভাগের ছাত্র এবং তিনি শাহরুদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। গত জুন মাসে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ওরুমিয়েহ সফরের সময় ইরানের গোয়েন্দা সংস্থার এজেন্টরা তাকে গ্রেফতার করে।