ঢাকা, রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ | ৬ পৌষ ১৪৩২
Logo
logo

সালমান খানের জন্মদিনেই আসছে ‘কিক ২’ ঘোষণা? নায়িকা বদল, নতুন জুটিতে চমকে যাবে ভক্তরা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

সালমান খানের জন্মদিনেই আসছে ‘কিক ২’ ঘোষণা? নায়িকা বদল, নতুন জুটিতে চমকে যাবে ভক্তরা!

বলিউডের ভাইজান সালমান খান—যার তুলনা শুধু তিনি নিজেই। তার উপস্থিতিতেই যেন বলিউডের পর্দায় আলাদা প্রাণ ফিরে আসে। সদ্য ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং শেষ না হতেই সালমানকে ঘিরে নতুন চমকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

শোনা যাচ্ছে, সালমান খানের জন্মদিনেই ভক্তদের জন্য বড় সারপ্রাইজ আসতে পারে। বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিক ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা নাকি আসছে ঠিক সেই দিনেই। যদিও সিনেমার টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবুও ‘কিক ২’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। উল্লেখ্য, প্রথম ‘কিক’ সিনেমায় সালমানের বিপরীতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে।

এর আগেই ২০২৪ সালে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, ‘কিক ২’-এর শুটিং শুরু হবে ২০২৫ সালে। তিনি বলেছিলেন, এই সিনেমাটি তার বহু প্রতীক্ষিত প্রজেক্টগুলোর একটি, তাই সময় নিয়ে যত্নসহকারে কাজ করতে চান। এবার সেই ঘোষণার সময় ঘনিয়ে এসেছে বলেই মনে করছেন অনেকে। গুঞ্জন বলছে, আগামী ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনেই আসতে পারে ‘কিক ২’-এর অফিসিয়াল ঘোষণা।

এদিকে সিনেমার নায়িকা নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে শোনা যাচ্ছে, ‘কিক ২’-এর সিক্যুয়েলে তাকে আর দেখা যাবে না।

জ্যাকুলিনের জায়গায় নাকি এবার দেখা যেতে পারে কৃতি শ্যাননকে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে সালমান খান ও কৃতি শ্যাননের নতুন জুটি। আর সেটাই হতে পারে ভক্তদের জন্য আরেকটি বড় চমক।