ঢাকা, রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ | ৬ পৌষ ১৪৩২
Logo
logo

অনন্যা পান্ডের স্বপ্নের প্রেমিক কেমন? আদিত্যর পর নতুন গুঞ্জন!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

অনন্যা পান্ডের স্বপ্নের প্রেমিক কেমন? আদিত্যর পর নতুন গুঞ্জন!

বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের প্রেমে মন ভেঙেছে। দীর্ঘ দু'বছরের সম্পর্কের পর আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা যাচ্ছে—বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে আছেন। যদিও অভিনেত্রী নিজে সম্পর্কের কথা খোলাখুলি বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের রসায়ন নিয়ে মুখ খুললেন অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, প্রেমের ব্যাপারে তিনি পুরনো ধাঁচের মানুষ। '৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক সেই রকম প্রেমে বিশ্বাসী তিনি। আজকালকার প্রজন্মের তাড়াতাড়ি প্রেমে পড়া আর ভাঙার সঙ্গে নিজেকে মেলাতে পারেন না।

পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে অনেক মূল্যবান। তিনি বলেন, আমি পরিবারকে খুব ভালোবাসি। আমি চাই—আমার সঙ্গীর পরিবার যেন আমার নিজের পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই বলে জানান অনন্যা পান্ডে।

এর আগে একাধিক সাক্ষাৎকারে চাঙ্কির মেয়ে বলেছেন, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখে জল আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রেখে কাঁদা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং মন দিয়ে শুনলেই চলবে।

অভিনেত্রী বলেন, আমার সমস্যা সমাধানের দরকার নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধান খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে শুধু হালকা হতে চাই। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।

উল্লেখ্য, অনন্যা পান্ডের নতুন সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। তার বিপরীতে আছেন সময়ের আলোচিত হিরো কার্তিক আরিয়ান। একসময় কার্তিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।