এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ন্যায়বিচারের সব দরজা যখন বন্ধ, তখন রাজপথই দলের একমাত্র ভরসা। তাই তিনি কর্মী ও সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়ার পর শনিবার ইসলামাবাদে খাইবার পাখতুনখাওয়া হাউসে এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এই বার্তা পৌঁছে দেন।
রাজা বলেন, আদালতের বিদ্যমান আদেশে খানকে উন্মুক্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়েছিল, অথচ মঙ্গলবার ও বৃহস্পতিবারের নির্ধারিত সাক্ষাৎগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা অভিযোগ করেন, সরকারের দাবি যে ইমরান খানের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে, তা “সম্পূর্ণ মিথ্যা।”
ইমরান খানকে উদ্ধৃত করে রাজা জানান, “বিচারের দরজা বন্ধ হয়ে গেছে, আদালতের শুনানি হচ্ছে না এবং ন্যায়বিচার এখন নাগালের বাইরে; তাই প্রতিবাদই একমাত্র পথ।” তিনি নিজ অবস্থান থেকে ‘একচুলও’ নড়বেন না এবং প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি আছেন।
এদিন ইমরান খান তাঁর আইনজীবী সালমান সাফদারের সঙ্গে স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ করেছেন। রাজা অভিযোগ করেন, রায় ঘোষণা করা হয়েছে খানের অনুপস্থিতিতে এবং তাঁর আইনজীবী দলের কাউকে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি।
পিটিআই প্রতিষ্ঠাতা সকল রাজবন্দী, বিশেষ করে নারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং বলেছেন, “জনগণকে এখন তাদের অধিকার আদায়ে রুখে দাঁড়াতে হবে।” তিনি রাজপথে আন্দোলনের প্রস্তুতির ডাক দিয়েছেন। স্ত্রী বুশরা বিবির কারাদণ্ড নিয়ে তিনি ভীষণ ব্যথিত। তাঁর দাবি, কেবল স্ত্রী হওয়ার কারণে বুশরা বিবিকে জেলে ভরা হয়েছে।