ঢাকা, রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ | ৭ পৌষ ১৪৩২
Logo
logo

ইউক্রেন যুদ্ধ থামাতে বড় চাল! পুতিন সরাসরি আলোচনায় বসতে রাজি, ম্যাক্রোঁর প্রস্তাবেই সাড়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

ইউক্রেন যুদ্ধ থামাতে বড় চাল! পুতিন সরাসরি আলোচনায় বসতে রাজি, ম্যাক্রোঁর প্রস্তাবেই সাড়া

ইউক্রেন যুদ্ধ থামাতে এবার সরাসরি আলোচনার টেবিলে বসতে প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছেন তিনি। রোববার (২১ ডিসেম্বর) এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, "ম্যাক্রোঁর সঙ্গে সংলাপে বসার বিষয়ে পুতিন তার প্রস্তুতির কথা ইতিমধ্যে জানিয়েছেন। তাই, যদি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে একে কেবল ইতিবাচকভাবেই দেখা উচিত।"

এর আগে, এই সপ্তাহেই ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইউরোপের উচিত আবার পুতিনের সঙ্গে যোগাযোগের সূচনা করা। তার মতে, "ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আলোচনা আবার শুরু করার জন্য উপযুক্ত কাঠামো খুঁজে বের করা খুবই জরুরি।"

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) ঋণ দেয়ার ব্যাপারে একমত হয়েছেন।

তবে এই বিশাল অংকের তহবিল সংগ্রহে যুদ্ধের সময় জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহার করার ব্যাপারে এখনও ইউরোপীয় নেতারা একমত হতে পারেননি। এই বিষয়ে আলোচনা ও বিতর্ক চলছে।