এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, খুব শিগগিরই এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলের স্থায়ী কমিটির নির্ভরযোগ্য সূত্র জানায়, মনোনয়নের সর্বশেষ সিদ্ধান্তের দায়িত্ব রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির পরামর্শ অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামীকাল সোমবার এ তালিকা প্রকাশ করা হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ রাতের মধ্যেই তিনশ’ আসনের মনোনয়ন চূড়ান্ত করার প্রস্তুতি নিয়েছে দলটি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতাও প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে সোমবারই নাম ঘোষণা আসবে।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় ২৭২টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছিলেন। তবে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিতও ইতোমধ্যে পাওয়া গেছে।
যদিও স্থায়ী কমিটির একাধিক সদস্য এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তাদের বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্ত এখন কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জানেন।
বাংলা ট্রিবিউনের এই প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন, কিছু আসনে পুরোনো প্রার্থী বাদ দিয়ে নতুন মুখ আনা হতে পারে। এতে দলীয় হিসাব-নিকাশে বড় পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।
একটি জোটের শীর্ষ নেতা জানান, বিএনপি আপাতত আসন ছাড়ার পথে যাচ্ছে না। কারণ, দলটি পুরো নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়েছে। শরিক দলকে আসন দিলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে না, তাদের জয়ের বিষয়ে সংশয় থাকছে। সে কারণে অনেকেই বিএনপিতে যোগ দিয়ে প্রার্থী হতে চাইছেন।
এরই মধ্যে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনীত নেতা শাহাদাত হোসেন সেলিম নিজের গড়া বাংলাদেশ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা-১২ আসনের প্রত্যাশী সাইফুল হক বলেন, তিনি আশা করছেন, ঢাকা-১২ আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না।
এদিকে গণতন্ত্র মঞ্চের সূত্র জানিয়েছে, মাহমুদুর রহমান মান্না ও জোনায়েত সাকির সমর্থনের বিষয়টি নিয়েও ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে।