ঢাকা, সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ | ৭ পৌষ ১৪৩২
Logo
logo

ওসমান হাদিকে গুলির ঘটনায় নাটকীয় মোড়, মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ওসমান হাদিকে গুলির ঘটনায় নাটকীয় মোড়, মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নান জামিন পেয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সন্দেহভাজন আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২। পরে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। এরপর ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড চলাকালে হান্নানকে একটি মোটরসাইকেল শোরুমের মালিকের মুখোমুখি করা হয়। পাশাপাশি বিআরটিএ থেকে তার নামে রেজিস্ট্রেশন করা দুটি মোটরসাইকেলের তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার এবং অন্যটি ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল।

তবে তদন্তে জানা গেছে, হত্যাচেষ্টায় ব্যবহার করা মোটরসাইকেলটি ছিল হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেল। হান্নানের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫, যা একটি সুজুকি জিক্সার। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যার অমিল পাওয়া গেছে। যে নম্বরের শেষে ৬ থাকার কথা, সেখানে ৫ শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে হাদিকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলযোগে আসা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদি মারা যান। এরপর হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।