ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ৯ পৌষ ১৪৩২
Logo
logo

অ্যাশেজে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! কামিন্স-লিয়ন ছিটকে গেলেন, চতুর্থ টেস্টের দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

অ্যাশেজে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! কামিন্স-লিয়ন ছিটকে গেলেন, চতুর্থ টেস্টের দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ ২০২৫–২৬ সিরিজের শেষ দুই টেস্টের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। একসঙ্গে দুই তারকা ক্রিকেটারকে হারাল অজি শিবির।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। পাশাপাশি অভিজ্ঞ স্পিনার নাথান লিয়নও আর খেলতে পারছেন না। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ায় পুরো সিরিজ মিস করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

অ্যাশেজ ২০২৫–২৬ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে অ্যাশেজের ট্রফি নিজেদের কাছে রেখে দিয়েছে তারা। তবে সামনে থাকা শেষ দুই টেস্ট এখনও গুরুত্বপূর্ণ, কারণ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট ঝুলে আছে।

এই সিরিজে একের পর এক চোটে ভুগেছে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউড আগেই ইনজুরিতে ছিটকে যান। প্যাট কামিন্স তৃতীয় টেস্টে দলে ফিরলেও পিঠের সমস্যায় আবার বাদ পড়েন। নাথান লিয়নের হ্যামস্ট্রিং চোট, উসমান খাজার ফিটনেস সমস্যা এবং সহ-অধিনায়ক স্টিভ স্মিথের ভার্টিগো জাতীয় উপসর্গে শেষ টেস্ট মিস—সব মিলিয়ে কঠিন সময় পার করেছে দলটি।

তারপরও অ্যাশেজে দারুণ আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। টানা ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে তারা।

এদিকে চতুর্থ টেস্টের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টড মারফিকে আবার দলে ডাকা হয়েছে। নাথান লিয়নের জায়গায় একাদশে তাঁর খেলার সম্ভাবনাই বেশি।

প্যাট কামিন্সের বদলি হিসেবে দলে ফিরেছেন পেসার ঝাই রিচার্ডসন। প্রায় চার বছর পর টেস্ট খেলার সুযোগ পেতে পারেন তিনি।

‘উজ ভালো খেলেছে, তবে নিশ্চিত করে কিছু বলা যাবে না’

ব্যাটিং বিভাগেও ভাবনায় টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে উসমান খাজা পিঠের চোটে পড়লে ট্রাভিস হেড ওপেনিংয়ে ওঠেন জেক ওয়েদারাল্ডের সঙ্গে। শেষ টেস্টে স্টিভ স্মিথ না থাকায় সুযোগ পেয়ে ভালো রান করেন খাজা।

তবে স্মিথ ফিরলে একাদশ বাছাই কঠিন হবে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন,
“আমি এখনই বলতে চাই না উজ নিশ্চিত জায়গা পাবে। তবে যেটা করেছে, সেটা অসাধারণ—হঠাৎ সুযোগ পেয়ে ১২২ রান করেছে। আগ্রাসী ব্যাটিংয়ে ফিরেছে, বয়স এখানে কোনো বিষয় নয়।”

অ্যালেক্স ক্যারিকে ছয় নম্বরে রাখার পক্ষেও মত দেন ম্যাকডোনাল্ড। তাঁর ভাষায়, “ক্যারি ছয় নম্বরে যেভাবে খেলছে, সেটা আমার ভালো লাগছে। আমার ধারণা, সে সেখানেই থাকবে।”

অলরাউন্ডার ক্যামেরন গ্রিন টেস্টে ব্যাট হাতে এখনো ছন্দ খুঁজে পাননি। তবু তাঁর ওপর আস্থা রাখছেন কোচ।
ম্যাকডোনাল্ড বলেন, “রান আসেনি ঠিকই, কিন্তু আমরা তার সামর্থ্য জানি। স্বল্পমেয়াদ ও দীর্ঘমেয়াদ—দুটোর জন্যই সে গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে সে নিজেকে প্রমাণ করবে।”

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার