এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে মাঠের আচরণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ফাইনাল ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে গুরুতর অভিযোগ তোলার পরই এই সিদ্ধান্ত নেয় পিসিবি।
রোববার অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ভারতের বিপক্ষে একপেশে জয় পায়। ম্যাচ শেষে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ আহমেদের অভিযোগের ভিত্তিতেই বিষয়টি আইসিসির কাছে তোলা হচ্ছে।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৪৭ রান তোলে। এরপর দুর্দান্ত বোলিংয়ে ভারতকে গুটিয়ে দিয়ে ১৯১ রানের বড় জয় নিশ্চিত করে তারা। এই জয়ের মাধ্যমে ১৩ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে পাকিস্তান। এটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় শিরোপা।
ভারতীয় খেলোয়াড়রা উসকানি দিচ্ছিল—পিসিবি প্রধান মহসিন নকভি
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে খেলোয়াড়দের আচরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হবে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আয়োজিত অনূর্ধ্ব-১৯ দলকে সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নকভি। সেখানে তিনি অভিযোগ করেন, ম্যাচ চলাকালে ভারতীয় খেলোয়াড়রা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিচ্ছিল।
মহসিন নকভি বলেন,
“অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। পাকিস্তান বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাবে। রাজনীতি ও খেলাধুলা আলাদা রাখা উচিত।”
ভারতীয় খেলোয়াড়দের আচরণ ছিল অশোভন—সরফরাজ আহমেদ
এর আগে সরফরাজ আহমেদও ভারতীয় খেলোয়াড়দের আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ফাইনালে ভারতের খেলোয়াড়দের আচরণ ক্রিকেটের চেতনার পরিপন্থী ছিল।
সরফরাজ জানান, উসকানি সত্ত্বেও পাকিস্তানের খেলোয়াড়রা নিজেদের সংযত রেখেছে এবং উদযাপনের সময় কোনো সীমা লঙ্ঘন করেনি।
তার ভাষায়,
“ভারতীয় খেলোয়াড়দের আচরণ ছিল অশোভন এবং খেলাটার চেতনার বিরুদ্ধে। তবুও আমরা উদযাপনে সীমা ছাড়াইনি। ক্রিকেট সব সময় সঠিক মানসিকতা নিয়ে খেলতে হয়।”
ভারত-পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা নতুন নয়। এর আগে সিনিয়র পুরুষদের এশিয়া কাপেও দুই দলের মধ্যে মাঠের আচরণ নিয়ে একাধিক অভিযোগ ওঠে। সেই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবকে জরিমানা, জসপ্রিত বুমরাহকে সতর্কবার্তা, হারিস রউফকে জরিমানা ও দুই ম্যাচ নিষেধাজ্ঞা এবং সাহিবজাদা ফারহানকে তিরস্কার করা হয়েছিল।
বিশাল রানের পর পাকিস্তানের পেস তাণ্ডবে ভেঙে পড়ে ভারত
ফাইনালে পাকিস্তান ৮ উইকেটে ৩৪৭ রান তোলে। দলের হয়ে সামির মিনহাস ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা।
এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দ্রুত রান তুললেও চাপে পড়ে ভারত। প্রথমেই আউট হন আয়ুষ মাথরে। এরপর বৈভব সূর্যবংশী প্রথম ওভারেই ২১ রান তোলেন। অ্যারন জর্জ এক ওভারে মারেন তিনটি চার। শুরুতে ওভারপ্রতি ১০ রান করে এগোচ্ছিল ভারত।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় চতুর্থ ওভারের শেষ বলে জর্জ ক্যাচ দিলে। পরের বলেই আউট হন সূর্যবংশী। মাত্র দুই বলের ব্যবধানে ভারত ৪৯/১ থেকে ৪৯/৩ হয়ে যায়।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। পাকিস্তানের পেসার আলি রেজা ৪/৪২, মোহাম্মদ সাইয়াম ২/৩৮ এবং আবদুল সুবহান ২/২৯ নিয়ে ভারতকে ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে দেন।