ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ৯ পৌষ ১৪৩২
Logo
logo

এবার বিশ্বসেরা দীপ্তি! আইসিসি র‍্যাংকিংয়ে নতুন, হার মানলেন স্মৃতিও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

এবার বিশ্বসেরা দীপ্তি! আইসিসি র‍্যাংকিংয়ে নতুন, হার মানলেন স্মৃতিও

ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা পেলেন গ্লোবাল সেরার মুকুট! আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ অবস্থানে উঠে এলেন তিনি। ওপেনার স্মৃতি মন্দনা অবশ্য একদিনের ব্যাটিং তালিকায় এক ধাপ নেমে দ্বিতীয় হয়েছেন, দক্ষিণ আফ্রিকার লারা উলভার্ট ফেরা শীর্ষে।

গত ২১ ডিসেম্বর বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই দারুণ অর্থনোমিক বোলিং করেন দীপ্তি। মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তার ঝুলিতে। হোস্টদের চাপে শ্রীলঙ্কা ১২১ রানে গুটিয়ে যায়, যা ভারত ৮ উইকেট ও ৫.২ ওভার বাকি রেখেই তাড়া করে ফেলে।

দীপ্তির ঐতিহাসিক শীর্ষে আরোহণ
দীপ্তি শর্মা তার ক্যারিয়ারে প্রথমবার আইসিসি নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে পিছনে ফেলেছেন। দীপ্তির রেটিং পয়েন্ট এখন ৭৩৭, আর সাদারল্যান্ডের আছে ৭৩৬ পয়েন্ট।

এই ম্যাচের পর ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি ৫ ধাপ উঠে ৩৬তম স্থানে পৌঁছেছেন। ব্যাটিং র‍্যাংকিংয়েও চলেছে ওঠানামা। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি জেমিমাহ রডরিগেজের, শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত অর্ধশতকের সুবাদে তিনি ৫ ধাপ উঠে নবম স্থানে রয়েছেন।

এখন নারী টি-টোয়েন্টি ব্যাটিংয়ের শীর্ষ দশে ভারতের তিন খেলোয়াড় রয়েছেন: স্মৃতি মন্দনা তৃতীয়, শফালি বর্মা দশম।

ওয়ানডেতে স্মৃতিকে পিছনে ফেললেন লারা
দক্ষিণ আফ্রিকার লারা উলভার্ট বাড়িতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করে ফেরা শীর্ষস্থান দখল করেছেন ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে। তার রেটিং পয়েন্ট ৮২০। স্মৃতি মন্দনা ৯ পয়েন্ট পিছিয়ে ৮১১ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছেন।

উলভার্টের এই পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকাকে ৩-০তে সিরিজ সুইপ করতে সাহায্য করে এবং তাকে ক্যারিয়ারের সেরা রেটিংয়ে পৌঁছায়। তার দলের সুনে লুস ব্যাট ও বল দুই বিভাগেই অবদান রাখায় ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ উঠে ৩৪তম এবং অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ উঠে ২২তম স্থানে পৌঁছেছেন।

শীর্ষ দশের হালনাগাদ তালিকা (টি-টোয়েন্টি বোলিং)

১। দীপ্তি শর্মা (ভারত) - ৭৩৭ পয়েন্ট

২। অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া) - ৭৩৬

৩। সাদিয়া ইকবাল (পাকিস্তান) - ৭৩২

৪। সোফি একলস্টোন (ইংল্যান্ড) - ৭২৭

৫। লরেন বেল (ইংল্যান্ড) - ৭১৪

শীর্ষ দশের হালনাগাদ তালিকা (ওয়ানডে ব্যাটিং)

১। লারা উলভার্ট (দ. আফ্রিকা) - ৮২০ পয়েন্ট

২। স্মৃতি মন্দনা (ভারত) - ৮১১

৩। অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া) - ৭৩৮

৪। ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড) - ৭১৪

৫। বেথ মুনি (অস্ট্রেলিয়া) - ৭০০