ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ৯ পৌষ ১৪৩২
Logo
logo

এক ওভারে ৫ উইকেট! ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানার ইতিহাস গড়া বিস্ফোরক স্পেল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

এক ওভারে ৫ উইকেট! ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানার ইতিহাস গড়া বিস্ফোরক স্পেল

ইন্দোনেশিয়ার ফাস্ট বোলার গেদে প্রিয়ান্দানা ক্রিকেটের ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম টি২০আই ম্যাচে ২৮ বছরের এই ডানহাতি পেসার এক ওভারে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন—যা টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে আগে কেউ করেনি।

ঘটনাটা ঘটে কম্বোডিয়ার ইনিংসের ১৬তম ওভারে। ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ১০৬ রানে ছিল, হাতে পাঁচ উইকেট। ম্যাচটা তখনো সমানে সমান। প্রথমবার বোলিংয়ে এনে প্রিয়ান্দানা খেলার মোড়ই ঘুরিয়ে দিলেন।

গেদে প্রিয়ান্দানা এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন

প্রথম ওভার করতে এসে প্রিয়ান্দানা টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন। তারপর একটা ডট বলের পর আরও দুটো উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য পাঁচ উইকেটের ওভার শেষ করলেন। পুরো ওভারে কম্বোডিয়া নিতে পারল মাত্র এক রান—সেটাও ওয়াইড থেকে।

কম্বোডিয়া ১০৭ রানে অলআউট হয়ে ৬০ রানে ম্যাচ হারে। আগে ব্যাট করতে নেমে প্রিয়ান্দানা ইন্দোনেশিয়ার হয়ে ওপেনিং করেও ৬ রান করেছিলেন। কিন্তু তার বোলিংই ম্যাচের নায়ক হয়ে উঠল এবং দলকে ঐতিহাসিক জয় এনে দিল।

এই ম্যাচের আগে তার সেরা বোলিং ছিল মায়ানমারের বিপক্ষে ৪/৮। সেটা গত মাসেই বৃষ্টিতে কমে যাওয়া ১০ ওভারের ম্যাচে।
গেদে প্রিয়ান্দানা টি২০আই-তে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার

গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হয়ে গেলেন। এর আগে পুরুষ বা মহিলা—কোনো আন্তর্জাতিক ম্যাচে কেউ এটা করেনি।
প্রিয়ান্দানার আগে পুরুষদের টি২০ ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট মাত্র দু'বার দেখা গেছে, আর দু'টোই ঘরোয়া টুর্নামেন্টে। আন্তর্জাতিক মঞ্চে এর আগে কখনো হয়নি।

প্রথমবার ২০১৩-১৪ মরশুমে বাংলাদেশের বোলার আল-আমিন হোসেন ভিক্টরি ডে টি২০ কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে এটা করেন।
এক ওভারে পাঁচ উইকেট নিয়ে দীর্ঘদিনের আন্তর্জাতিক রেকর্ড ভাঙলেন
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে চার উইকেট ১৪ বার নেওয়া হয়েছে। সেই বাধা অবশেষে ভাঙল যখন একজন বোলার এক ওভারে পাঁচ উইকেট নিলেন—আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম।

লাসিথ মালিঙ্গা ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০আই-তে টানা চার বলে উইকেট নিয়ে বিখ্যাত হয়েছিলেন। তার দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে একাধিক হ্যাটট্রিক আছে।
টি২০আই-তে এক ওভারে ৪ উইকেট নেওয়া বোলাররা:

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) বনাম নিউজিল্যান্ড, ২০১৯
রশিদ খান (আফগানিস্তান) বনাম আয়ারল্যান্ড, ২০১৯
কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) বনাম নেদারল্যান্ডস, ২০২১
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ইংল্যান্ড, ২০২২