ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ৯ পৌষ ১৪৩২
Logo
logo

ক্রিকেট দুনিয়ায় আজ তোলপাড়! জাদেজা খেলছেন ভিএইচটি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা, গিল ইস্যু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

ক্রিকেট দুনিয়ায় আজ তোলপাড়! জাদেজা খেলছেন ভিএইচটি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা, গিল ইস্যু

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫—ক্রিকেট বিশ্বে ছিল ঘটনাবহুল এক দিন। একের পর এক বড় খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে আলোচনা থামছেই না।

অস্ট্রেলিয়ার চতুর্থ অ্যাশেজ টেস্টের দল ঘোষণা থেকে শুরু করে দিল্লির বিজয় হাজারে ট্রফির ম্যাচের ভেন্যু পরিবর্তন—সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল ব্যস্ত এক দিন। এর পাশাপাশি আরও কয়েকটি বড় খবর আলোচনার কেন্দ্রে উঠে আসে। চলুন দেখে নেওয়া যাক দিনের শীর্ষ ক্রিকেট খবরগুলো।

বিজয় হাজারে ট্রফিতে খেলছেন রবীন্দ্র জাদেজা

ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা স্পষ্ট করে দিয়েছেন, আইসিসি মেন্স ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ খেলাই তাঁর বড় লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখেই বিসিসিআই নির্বাচকদের কাছে নিজের প্রস্তুতির বার্তা দিতে বিজয় হাজারে ট্রফিতে খেলতে যাচ্ছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌরাষ্ট্রের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অংশ নেবেন জাদেজা। আলুরে অনুষ্ঠিত দুটি ম্যাচে—৬ জানুয়ারি সার্ভিসেসের বিপক্ষে এবং ৮ জানুয়ারি গুজরাটের বিপক্ষে—তাকে খেলতে দেখা যেতে পারে।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা টিওআইকে বলেন,
“হ্যাঁ, ৬ ও ৮ জানুয়ারির দুটি ম্যাচ খেলবেন বলে তিনি নিশ্চিত করেছেন। আপাতত এটাই পরিকল্পনা।”

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল ঘোষণা

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) আইসিসি অনূর্ধ্ব-১৯ মেন্স ক্রিকেট বিশ্বকাপের জন্য ইংল্যান্ড লায়ন্স দল ঘোষণা করেছে।

দলের অধিনায়ক করা হয়েছে সোমারসেটের উইকেটকিপার-ব্যাটার থমাস রিউকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান আহমেদ।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
থমাস রিউ (অধিনায়ক), ফারহান আহমেদ, রালফি আলবার্ট, বেন ডকিন্স, ক্যালেব ফ্যালকনার, আলি ফারুক, অ্যালেক্স ফ্রেঞ্চ, অ্যালেক্স গ্রিন, লুক হ্যান্ডস, ম্যানি লামসডেন, বেন মেইস, জেমস মিন্টো, আইজ্যাক মোহাম্মদ, জো মুরস, সেবাস্টিয়ান মরগান।

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় ঐতিহাসিক সাফল্য সুনীল গাভাস্কারের

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার নতুন এক ইতিহাস গড়েছেন। তিনি ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিত্ব ও প্রচার-সংক্রান্ত অধিকার  নিয়ে আদালতের সুরক্ষা পেলেন।

তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট গোপাল জৈন। আইনি সহায়তা দেয় ক্রীড়া লিগ্যাল সংস্থা ‘ক্রীড়া লিগ্যাল’, যার নেতৃত্বে ছিলেন ম্যানেজিং পার্টনার বিদুষ্পত সিংহানিয়া।

দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, গাভাস্কারের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-কমার্স প্ল্যাটফর্মে যেসব পোস্ট, ভিডিও বা কনটেন্ট রয়েছে, সেগুলো ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।

নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকেই সেই কনটেন্ট সরানোর দায়িত্ব নিতে হবে। আদালত আরও জানিয়েছে, বিভ্রান্তিকর বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কনটেন্ট শেয়ার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।