ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ৯ পৌষ ১৪৩২
Logo
logo

প্রশান্ত মহাসাগরে মার্কিন গুলিবর্ষণ! নৌকায় আগুনে নিহত ১, মাদুরোর ওপর ট্রাম্পের চাপ তুঙ্গে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

প্রশান্ত মহাসাগরে মার্কিন গুলিবর্ষণ! নৌকায় আগুনে নিহত ১, মাদুরোর ওপর ট্রাম্পের চাপ তুঙ্গে

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে আরও একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সাউদার্ন কমান্ডের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, “গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের পরিচিত রুটে চলাচল করছিল এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল।” তবে নৌযানটি সত্যিই মাদক পরিবহনে জড়িত ছিল—এমন দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি সাউদার্ন কমান্ড।

এই ঘটনার একটি ভিডিওও প্রকাশ করেছে কমান্ড। ভিডিওতে দেখা যায়, দ্বিতীয় দফা গুলি চালানোর পর নৌকার পেছনের অংশে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে। ভিডিওর শেষ অংশে নৌকাটিকে আগুন জ্বলতে জ্বলতেই ভেসে যেতে দেখা যায়।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ ঠেকানো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ আরও বাড়ানো। সেপ্টেম্বরের শুরু থেকে এ ধরনের অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এই হামলাগুলো নিয়ে ইতোমধ্যে মার্কিন আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নৌকাগুলো মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল—এমন প্রমাণ খুবই সীমিত। তারা এসব প্রাণঘাতী হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে তেলবাহী ট্যাংকার আটকানোর চেষ্টা জোরদার করেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী।