ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ৯ পৌষ ১৪৩২
Logo
logo

রাশিয়ার বিরুদ্ধে ইইউর কড়া সিদ্ধান্ত! ইউক্রেন যুদ্ধের জেরে নিষেধাজ্ঞা আরও ছয় মাস বাড়ল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

রাশিয়ার বিরুদ্ধে ইইউর কড়া সিদ্ধান্ত! ইউক্রেন যুদ্ধের জেরে নিষেধাজ্ঞা আরও ছয় মাস বাড়ল

ইউক্রেনে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানেই আছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইইউ কাউন্সিল ঘোষণা দিয়েছে, মস্কোর ওপর চলমান আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এখন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

রাশিয়ার বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা প্রথম চালু হয়েছিল ২০১৪ সালে। তবে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকেই তা অনেক গুণ বাড়ানো হয়। এই নিষেধাজ্ঞাগুলো সরাসরি রাশিয়ার অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে তৈরি। যার মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থ ও ব্যাংকিং খাত, জ্বালানি, হাইটেক প্রযুক্তি, দ্বৈত-ব্যবহারের পণ্য, ভারী শিল্প, পরিবহন খাত এবং বিলাসবহুল পণ্য আমদানি।

নিষেধাজ্ঞার তালিকায় কী কী আছে?
ইইউর বিধিনিষেধের বিশাল তালিকায় উল্লেখযোগ্য হলো:

রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল ও কিছু পেট্র্রোলিয়াম পণ্য আমদানি ও পরিবহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন পদ্ধতি SWIFT থেকে বেশ কয়েকটি শীর্ষ রাশিয়ান ব্যাংককে বাদ দেওয়া।

ইইউ অঞ্চলে ক্রেমলিন-সমর্থিত তথ্যবিকৃতিকারী মিডিয়া আউটলেটগুলোর সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্স স্থগিত করা।

ইইউ কাউন্সিলের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, “যতদিন রাশিয়ান ফেডারেশন আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে তাদের অবৈধ আগ্রাসন চালিয়ে যাবে, ততদিন ইইউয়ের সব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রয়োজনে আমরা আরও অতিরিক্ত কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।”

এই সিদ্ধান্ত একদিকে যেমন ইউক্রেনের প্রতি ইইউয়ের অনড় সমর্থন দেখাচ্ছে, অন্যদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলকেও আরও শক্তিশালী করছে।