এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে একের পর এক হামলার ঘটনায় উত্তাল পরিস্থিতি। আক্রান্ত হয়েছে দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, পাশাপাশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী। এসব ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে গত কয়েক দিন ধরে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের একাধিক তারকা। তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎসহ অনেকে। এবার বাংলাদেশ প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব।
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকে। সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিষ্টান—সবাই যেন ভালো থাকে। আজ গোটা পৃথিবীজুড়েই যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে, কারণ দেশ বাঁচাতে হবে।”
দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, “মাঝে মাঝে সত্যিই ভয় লাগে। খবর দেখলে মনে হয়, এখানেও বুঝি যুদ্ধ শুরু হয়ে যাবে। মনে হয় ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু এটা মোটেই কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক।”
আরও ব্যাখ্যা করে দেব বলেন, “আসলে মানুষের চাওয়া খুব সাধারণ—দু’বেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ। পরিবারের মানুষগুলোকে ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারার দরকার নেই। এখন যদি এসব হতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও খারাপ সময় আসতে পারে—এই ভয়টাই বেশি। তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমরা সবাই যেন ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক, মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে।”