ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ১০ পৌষ ১৪৩২
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগে! বুমরাহকে রেখে দিলো BCCI, ভিজে হাজারে ট্রফি থেকে ছুটি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগে! বুমরাহকে রেখে দিলো BCCI, ভিজে হাজারে ট্রফি থেকে ছুটি

ভারতের সুপারস্টার ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে এবার সম্পূর্ণ রেস্টে পাঠাচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে তাদের মূল অস্ত্রকে কোনো ঝুঁকিতে ফেলতে না চেয়ে, তাকে ভিজে হাজারে ট্রফি ২০২৫-২৬ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন।

BCCI ভারতীয় সকল খেলোয়াড়কে ভিজে হাজারে ট্রফিতে অন্তত দুটি ম্যাচ খেলার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই বিরাট কোহলি (দিল্লি) ও রোহিত শর্মা (মুম্বাই) এর মতো সিনিয়র তারকারা ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ঘরোয়া প্রতিযোগিতায় ফিরেছেন। শুভমান গিল, রবিন্দ্র জাদেজা, কেএল রাহুল, সঞ্জু স্যামসন ও অর্শদীপ সিংয়ের মতো তারকারাও অন্তত দুটি ম্যাচ খেলবেন।

কিন্তু গুজরাতের হয়ে সেই তালিকায় থাকছেন না বুমরাহ। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) স্পষ্ট করে দিয়েছে যে বুমরাহকে বিশ্রামে রাখা হয়েছে এবং তিনি এই টুর্নামেন্টে অংশ নেবেন না। মঙ্গলবার জিসিএ সেক্রেটারি অনিল প্যাটেল টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "বুমরাহ ভিজে হাজারে ট্রফিতে খেলবেন না, তাকে বিশ্রামে রাখা হয়েছে।"

বুমরাহ কি ওয়ানডে সিরিজও মিস করবেন?
ভারতীয় তারকাদের ঘরোয়া ক্রিকেটে ফেরায় ভক্তরা খুশি হলেও, বুমরাহকে না পাওয়ায় প্রশ্ন উঠেছে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার উপস্থিতি নিয়ে। তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল এখনো ঘোষণা করা হয়নি। তাই বুমরাহ হয়তো আরেকটি ওয়ানডে সিরিজ মিস করতে পারেন। উল্লেখ্য, নিউজিল্যান্ডও টি-টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ছুটি দিয়েছে। ভারতও বুমরাহকে রেখে তাদের মূল পেসারকে কোনো ধরনের শারীরিক ঝুঁকি থেকে দূরে রাখতে চাইছে।

কখন ফিরবেন বুমরাহ?
তবে বুমরাহ দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন না। জানুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২১ থেকে ৩১ জানুয়ারি) তাকে দলে ফিরতে দেখা যাবে বলেই আশা করা হচ্ছে। এই সিরিজের মাধ্যমে তিনি ম্যাচ ফিটনেস বজায় রাখবেন, আবার ওভারলোডও হবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিপক্ষে। বিশ্বকাপের আগে তাদের মূল ফাস্ট বোলারকে সর্বোচ্চ সুরক্ষিত রাখাই এখন BCCI-র প্রধান লক্ষ্য।