ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ১০ পৌষ ১৪৩২
Logo
logo

বিশ্বরেকর্ড! বিজয় হাজারে ট্রফিতে বিহারের সর্বোচ্চ লিস্ট ‘এ’ স্কোর, দ্রুততম সেঞ্চুরি সাকিবুল গনির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

বিশ্বরেকর্ড! বিজয় হাজারে ট্রফিতে বিহারের সর্বোচ্চ লিস্ট ‘এ’ স্কোর, দ্রুততম সেঞ্চুরি সাকিবুল গনির

বিজয় হাজারে ট্রফি ২০২৫-এ ইতিহাস গড়ল বিহার। অরুণাচল প্রদেশের বিপক্ষে ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান তুলে বিশ্বরেকর্ড করেছে বিহার। অধিনায়ক সাকিবুল গনি গড়েছেন ভারতের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড। তার সঙ্গে মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং এই ঐতিহাসিক কীর্তিতে বড় ভূমিকা রাখে। এর ফলে বিহার টপকে যায় তামিলনাডুর আগের রেকর্ড।

বুধবার, ২৪ ডিসেম্বর রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। বৈভব সূর্যবংশী খেলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম বিস্ফোরক ইনিংস। বাঁহাতি এই ব্যাটার মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ৮৪ বলে ১৯০ রান করে আউট হন।

ভারতের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি গড়লেন সাকিবুল গনি

বিহার অধিনায়ক সাকিবুল গনি মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ভারতের দ্রুততম লিস্ট ‘এ’ শতকের রেকর্ড গড়েন। বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপের এই ম্যাচে পাঁচ নম্বরে নেমেই শুরু থেকে বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

অরুণাচল প্রদেশের বোলারদের কোনো সুযোগই দেননি গনি। আগ্রাসী ব্যাটিংয়ে মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন।

এর মাধ্যমে তিনি ভেঙে দেন অমলপ্রীত সিংয়ের ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড। একই দিনে করা বৈভব সূর্যবংশীর ৩৬ বলে সেঞ্চুরিকেও পেছনে ফেলেন তিনি।

বিশ্বরেকর্ড! লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান বিহারের

অরুণাচল প্রদেশের বিপক্ষে ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান তোলে বিহার। ২০২২ সালে তামিলনাডুর করা ৫০৬/২ রানকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে তারা।

বৈভব সূর্যবংশীর ১৯০ রানের ইনিংস ম্যাচের ভিত গড়ে দেয়। এরপর আয়ুষ লোহারুকা করেন ১১৬ রান, সাকিবুল গনি যোগ করেন ঝড়ো ১২৮ রান। পীযূষ কুমার সিংও করেন গুরুত্বপূর্ণ ৭৭ রান। পুরো ইনিংসজুড়েই রানবৃষ্টি চালায় বিহার এবং শেষ পর্যন্ত গড়ে ফেলে বিশ্বরেকর্ড।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান:
৫৭৪/৬ – বিহার বনাম অরুণাচল, ২০২৫
৫০৬/২ – তামিলনাডু বনাম অরুণাচল, ২০২২
৪৯৮/৪ – ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ২০২২
৪৯৬/৬ – সারে বনাম গ্লস্টারশায়ার, ২০০৭
৪৮১/৬ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ২০১৮

সাধারণ জীবন থেকে রেকর্ড গড়া নায়ক সাকিবুল গনি

বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারি থেকে উঠে আসা সাকিবুল গনির পথচলা ছিল সহজ নয়। ১৯৯৯ সালের ২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। তবু পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছাড়েননি।

২০১৯-২০ বিজয় হাজারে ট্রফিতে ৭ অক্টোবর বিহারের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় তার। শুরুতে ওঠানামা থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ তৈরি করে নেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে অভিষেকেই বাজিমাত করেন গনি। প্রথম শ্রেণির অভিষেকে ৩৪১ রান করে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডেবিউতেই ট্রিপল সেঞ্চুরি করেন।

পরের দুই ইনিংসে তার রান ছিল ৯৮ ও অপরাজিত ১০১। প্রথম তিনটি প্রথম শ্রেণির ইনিংসে মোট ৫৪০ রান করে গড়েন অনন্য রেকর্ড, যা এখনো অক্ষত।