ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ১০ পৌষ ১৪৩২
Logo
logo

ইসরাইল-আমেরিকার হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের, জাতিসংঘে কড়া বার্তা তেহরানের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

ইসরাইল-আমেরিকার হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের, জাতিসংঘে কড়া বার্তা তেহরানের

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হুমকি, চাপ কিংবা জবরদস্তির কাছে ইরান কখনোই মাথা নত করবে না—জাতিসংঘে এমনই স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে ইরান দৃঢ় অবস্থানে থাকবে এবং ন্যায়ভিত্তিক কূটনৈতিক পথ থেকে একচুলও সরে আসবে না।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে আয়োজিত এক বৈঠকে ইরাভানি বলেন, এই প্রস্তাবে শুরু থেকেই একটি সুস্পষ্ট ও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর সমাপ্তি ধারা ছিল। তার ভাষায়, “২২৩১ নম্বর প্রস্তাব ১৮ অক্টোবর ২০২৫ তারিখে মেয়াদ শেষ করেছে। ওই তারিখের পর থেকে এর আর কোনো আইনি বৈধতা বা বাস্তবায়নমূলক দায় নেই। ফলে এই প্রস্তাবের আওতায় নিরাপত্তা পরিষদের ভূমিকাও এখন সম্পূর্ণভাবে শেষ।”

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানি রাষ্ট্রদূত আরও জানান, কূটনৈতিকভাবে আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ ইরান আগেই নিয়েছিল। কিন্তু প্রতিপক্ষ দেশগুলো নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “ইরান কখনোই হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।”

এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে ভেনিজুয়েলার সংসদ সর্বসম্মতিক্রমে নৌযান চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ আইন পাস করেছে। এই আইন মূলত অর্থনৈতিক অবরোধ এবং অবৈধ আন্তর্জাতিক পদক্ষেপ মোকাবিলার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

আইনটিতে ভেনিজুয়েলার নৌপথ, বাণিজ্যিক নৌবহর এবং বৈদেশিক বাণিজ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারকে একতরফা নিষেধাজ্ঞা, সীমান্তপারের হুমকি এবং দেশের অর্থনৈতিক স্বার্থবিরোধী শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে। সংসদ সদস্যদের মতে, এই আইন জাতীয় সার্বভৌমত্ব আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার বৈধ অধিকার রক্ষায় বড় ভূমিকা রাখবে।