ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ১০ পৌষ ১৪৩২
Logo
logo

ইরানের ক্ষেপণাস্ত্র মহড়ায় কাঁপছে মধ্যপ্রাচ্য: নেতানিয়াহুর আতঙ্ক, ইসরায়েলের উদ্বেগ!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র মহড়ায় কাঁপছে মধ্যপ্রাচ্য: নেতানিয়াহুর আতঙ্ক, ইসরায়েলের উদ্বেগ!

ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন শহরে একযোগে ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে। সোমবার এই মহড়া অনুষ্ঠিত হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চলতি মাসে এটি ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র মহড়া। এই মহড়ার ভিডিও ইতোমধ্যেই অনলাইনে প্রকাশ করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্ধিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য সম্ভাব্য হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করার পরিকল্পনা করছেন নেতানিয়াহু। আগামী মাসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে তার। ইসরায়েলি কর্মকর্তারা ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন এবং প্রয়োজনে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

পশ্চিমা দেশগুলোও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে। তাদের আশঙ্কা, ইরান চাইলে এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম হতে পারে।

এর আগে এ মাসের শুরুতে পারস্য উপসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ওই মহড়ায় কৃত্রিম বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পাশাপাশি গত জুনে ইরানে ধ্বংস হওয়া একটা পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করা হচ্ছে—এমন অভিযোগও তুলেছে ইসরায়েল।