ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ১০ পৌষ ১৪৩২
Logo
logo

রাশিয়ার দখলে সিভারস্ক, মস্কোতে রাতভর ড্রোন হামলায় আগুন ও আতঙ্ক!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

রাশিয়ার দখলে সিভারস্ক, মস্কোতে রাতভর ড্রোন হামলায় আগুন ও আতঙ্ক!

ইউক্রেনের আরও একটা গুরুত্বপূর্ণ শহর এখন রাশিয়ার হাতে চলে গেছে। একই সময়ে, রাশিয়ার রাজধানী মস্কো আর দক্ষিণের তুলা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা চলেছে সারা রাত। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় একটা শিল্প এলাকায় আগুন লেগে যায়।
এদিকে, পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক থেকে সেনা সরিয়ে নিয়েছে ইউক্রেনের বাহিনী। ফলে শহরটা এখন প্রায় রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে বলে খবর।

রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন—রাজধানীর দিকে আসা অন্তত তিনটা ইউক্রেনীয় ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ধ্বংস করেছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি টিমগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষতির খবর মেলেনি।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার জন্য মস্কোর চারটা প্রধান এয়ারপোর্টের মধ্যে দুটোতে ফ্লাইট ওঠানামা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সারা রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ১৭২টা ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার অর্ধেকের বেশি সীমান্তের কাছে।

তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ টেলিগ্রামে বলেছেন, একটা ড্রোন ধ্বংসের পর তার ধ্বংসাবশেষ থেকে স্থানীয় একটা শিল্প এলাকায় আগুন লাগে। শিল্প এলাকার নাম বা বিস্তারিত কিছু তিনি বলেননি। তিনি আরও জানান, ওই অঞ্চলে মোট ১২টা ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার লাগাতার হামলার জবাবে ইউক্রেন এখন রাশিয়ার ভিতরে সামরিক, জ্বালানি আর লজিস্টিক জায়গাগুলোতে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, দীর্ঘদিনের তুমুল লড়াইয়ের পর তারা পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভারস্ক থেকে কৌশলগতভাবে সেনা সরিয়ে নিয়েছে। রুশ বাহিনী এখন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য মূল শহরগুলোতে বড় অভিযান চালাচ্ছে।
সিভারস্কের পতন ঘটেছে ঠিক এমন সময়ে, যখন প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ থামাতে দ্রুত শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনের ওপর চাপ বাড়ছে।
এই শহর দখল করায় রুশ বাহিনী এখন স্লোভিয়ানস্কের আরও কাছে চলে এসেছে, যা পশ্চিমে মাত্র ৩০ কিলোমিটার দূরে। দনবাস অঞ্চলের শিল্পশহরগুলোর ‘দুর্গ বলয়ের’ উত্তর প্রান্তের প্রধান কেন্দ্র এই স্লোভিয়ানস্ক, যা যুদ্ধ থামানোর শর্ত হিসেবে অনেক আগে থেকেই দাবি করে আসছে মস্কো।