ঢাকা, বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ | ১০ পৌষ ১৪৩২
Logo
logo

শান্তি চুক্তির পরই নির্বাচন! জেলেনস্কির ঘোষণায় তোলপাড়, মস্কোতে ড্রোন হামলায় চরম আতঙ্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

শান্তি চুক্তির পরই নির্বাচন! জেলেনস্কির ঘোষণায় তোলপাড়, মস্কোতে ড্রোন হামলায় চরম আতঙ্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তি চুক্তি স্বাক্ষরের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণ অনুযায়ী, রাশিয়ার আক্রমণ বন্ধ করার চুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “মস্কোয় পাঠানো সর্বশেষ নথিতে একটা স্পষ্ট নির্দেশনা আছে—চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত।” তিনি আরও জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পর রাশিয়ার প্রতিক্রিয়া পাওয়ার আশা করছেন তিনি। মায়ামিতে চলতি সপ্তাহে আলোচনায় ২০ দফা নতুন পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন জেলেনস্কি।

এদিকে, রাশিয়ার রাজধানী মস্কো ও দক্ষিণের তুলা অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার কারণে মস্কোর চারটা প্রধান বিমানবন্দরের মধ্যে দুটিতে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা অন্তত তিনটা ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর তিনি দেননি।

এছাড়া, মস্কোর দক্ষিণাঞ্চলে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ওই এলাকায় কিছুদিন আগে গাড়িবোমা হামলায় একজন জেনারেল নিহত হয়। রাশিয়ার তদন্ত কমিটির দাবি, বুধবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারের সময় বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা যখন সন্দেহভাজন ব্যক্তির দিকে এগোছিলেন, তখন একটা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়।
এ পরিস্থিতিতে ইউক্রেন–রাশিয়ার মধ্যে উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে, যেখানে শান্তি চুক্তি ও নির্বাচন আয়োজনের পরিকল্পনা চলছে।