এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

চলমান বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ এক অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনী ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছে। বিহারের কিশোর ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর রেকর্ডভাঙা ইনিংস যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তা নিয়ে আলোচনা ও বিতর্কও তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
রেকর্ড বইয়ে বৈভব সূর্যবংশী, ৩৬ বলেই সেঞ্চুরি
২৪ ডিসেম্বর অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৩৬ বলেই সেঞ্চুরি হাঁকান বৈভব সূর্যবংশী। বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ এটি ছিল লিস্ট-এ ক্রিকেটের অন্যতম দ্রুততম শতক।
বাঁহাতি এই ওপেনার ইনিংসজুড়ে চালান রীতিমতো তাণ্ডব। মাত্র ৮৪ বলে ১৯০ রান করে ক্রিকেটপ্রেমীদের তাক লাগিয়ে দেন তিনি। ১৪ বছর ২৭২ দিন বয়সে নিজের প্রথম লিস্ট-এ সেঞ্চুরি করে ইতিহাস গড়েন বৈভব।
এর মাধ্যমে তিনি লিস্ট-এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে পাকিস্তানের জহুর এলাহির (১৫ বছর ২০৯ দিন, ১৯৮৬) দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন।
শুধু তাই নয়, ৫৯ বলেই ১৫০ রান পূর্ণ করে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম দেড়শর রেকর্ডও নিজের করে নেন বৈভব। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ২০১৫ বিশ্বকাপের রেকর্ড।
এক নজরে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংস
রান: ১৯০
বল: ৮৪
স্ট্রাইক রেট: ২২৬.১৯
চার: ১৬
ছক্কা: ১৫
এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে বিহার তোলে বিশাল ৫৭৪/৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে অরুণাচল প্রদেশ গুটিয়ে যায় মাত্র ১৭৭ রানে। ফলে বিহার ম্যাচ জেতে ৩৯৭ রানে, যা লিস্ট-এ ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধান।
অশ্বিনের প্রতিক্রিয়া: প্রতিভার প্রশংসা, কাঠামো নিয়ে প্রশ্ন
বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ হলেও ম্যাচের একতরফা চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, এমন অসম শক্তির ম্যাচ ক্রিকেটের প্রতিযোগিতামূলক মানে প্রভাব ফেলতে পারে।
অশ্বিন বলেন,
“বৈভব সূর্যবংশীর জন্য বিশাল প্রশংসা। তবে একটা প্রশ্ন আবারও তুলতে চাই। কিছু দলের মানের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। ফলে অনেক ম্যাচে একেবারেই কোনো লড়াই থাকে না।
এটা আদর্শ প্রতিযোগিতা নয়। বৈভব তার কাজটাই করেছে, এজন্য তাকে পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। কিন্তু আমরা যদি অরুণাচল প্রদেশের মতো দলগুলোকে শক্তিশালী করতে চাই, তাহলে এমন বড় হার তাদের আত্মবিশ্বাসে কী প্রভাব ফেলবে?”
শশী থারুর ও শিখর ধাওয়ানের প্রশংসা
এর আগেই কংগ্রেস সাংসদ শশী থারুর এবং ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান বৈভব সূর্যবংশীর ইনিংসের ভূয়সী প্রশংসা করেন। থারুর তো সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিসিআই, প্রধান নির্বাচক অজিত আগরকার এবং হেড কোচ গৌতম গম্ভীরকে ট্যাগ করে বৈভবের প্রতিভার কথা তুলে ধরেন।