এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

লন্ডনে ঠিকানা, এখানে ঠিকানার দীর্ঘ ১৭ বছর কেটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাসনের সেই লম্বা সময় শেষে অবশেষে ফিরে এলেন নিজের দেশে। প্রথমে সিলেটে নেমে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহন করা ফ্লাইটটি।
বিমানবন্দর থেকে বের হওয়ার সাথে সাথেই লাখো মানুষ যে ভালোবাসা দিয়ে তাকে স্বাগত জানালেন, তাতে অভিভূত হয়ে পড়েন তারেক রহমান। জনতার সেই উচ্ছ্বাসে সিক্ত হয়েই তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এরপরই, দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি চারটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন – "সবার প্রতি কৃতজ্ঞতা।"
বিমানবন্দরেই প্রথম তাকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর একে একে বিএনপির ঊর্ধ্বতন নেতারা – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ প্রমুখ তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।
তারেক রহমানের ফেরার আগেই গুলশান-২-এর ১৯৬ নম্বর বাড়িটি ঢেলে সাজানো হয়। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন তার স্ত্রী ও মেয়ে। এরপর একটি বিশাল সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন তারেক রহমান। সেখানে ভাষণ দেওয়ার পর তিনি তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।