এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

বিপিএল শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল বড় বিতর্ক। নোয়াখালী এক্সপ্রেস দলের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে গেছেন দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। এমনকি তারা দুজনই দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নামেন নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। দলের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন কোচ সুজন ও তালহা। কিন্তু অনুশীলন শুরুর কিছুক্ষণের মধ্যেই তারা হঠাৎ স্টেডিয়াম ছাড়ার সিদ্ধান্ত নেন এবং সিএনজি অটোরিকশা ডাকেন।
কিছুক্ষণ পর গণমাধ্যমকর্মীরা তাদের ঘিরে ধরেন এবং জানতে চান, কেন হঠাৎ মাঠ ছেড়ে চলে যাচ্ছেন তারা। শুরুতে কোনো মন্তব্য করতে রাজি হননি এই দুই কোচ। পরে দেখা যায়, দলের লজিস্টিক সাপোর্ট ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তারা।
এ সময় সুজন ও তালহা স্পষ্ট করে বলেন, তারা আর বিপিএলের সঙ্গে থাকতে চান না। এই মন্তব্যে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে চরম অস্বস্তি তৈরি হয়।
দলটির টিম ম্যানেজমেন্টের সদস্যরা দুই কোচকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তবে সব অনুরোধ উপেক্ষা করে সিএনজি নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন সুজন ও তালহা।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএল। প্রথম দিনেই মাঠে নামার কথা নোয়াখালী এক্সপ্রেসের। টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির সমর্থকেরা।