ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ | ১১ পৌষ ১৪৩২
Logo
logo

বিপিএল শুরুর আগেই নাটক! নোয়াখালীর ২ কোচ অভিমান ভেঙে দলে ফিরলেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

বিপিএল শুরুর আগেই নাটক! নোয়াখালীর ২ কোচ অভিমান ভেঙে দলে ফিরলেন

আগামীকাল শুক্রবার থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই একের পর এক নাটকীয় ঘটনায় টালমাটাল হয়ে গেছে টুর্নামেন্টের আঙিনা। এক দলের মালিকানা বদল আর অন্য দলের কোচদের পদত্যাগ নাটকে আসর শুরুর আগের দিনটা ছিল চরম উত্তেজনাপূর্ণ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হঠাৎ খবর আসে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদলে গেছে। বর্তমান মালিকপক্ষ আর্থিক সমস্যার কথা বলে দল চালাতে অপারগতা জানালে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটের ধাক্কা কাটতে না কাটতেই দুপুরে বড় ধাক্কা খায় নোয়াখালী এক্সপ্রেস শিবির।

অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন মাঝপথে ছেড়ে মাঠ ত্যাগ করেন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের। এমনকি তারা দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নাটকীয়তা ইতিবাচক মোড় নেয়। ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলার পর অভিমান ভেঙে বিকেলে আবার অনুশীলনে যোগ দেন দুই কোচ। পরে মিডিয়ার সামনে এসে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বিষয়টাকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বলে উড়িয়ে দেন।

এদিকে নানা বিতর্কের মাঝেই নিজেদের প্রথম আসরের জন্য অধিনায়ক ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার সৈকত আলীর কাঁধে। বিপিএলে এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেসে দলকে শক্তি জোগাতে চান এই নতুন অধিনায়ক।