ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ | ১১ পৌষ ১৪৩২
Logo
logo

চট্টগ্রাম রয়্যালসের বেহাল দশা, বিপিএল শুরুর আগেই মালিকানাহীন হলো দলটি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

চট্টগ্রাম রয়্যালসের বেহাল দশা, বিপিএল শুরুর আগেই মালিকানাহীন হলো দলটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর ঠিক এক দিন আগে বড় ধাক্কা খেল টুর্নামেন্টটি। আর্থিক সংকট ও স্পন্সর না পাওয়ার কারণ দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছেন দলটির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। গতকাল তিনি বিসিবির কাছে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান।

ট্রায়াঙ্গুল সার্ভিসেসের অধীনে থাকা চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই নানা নেতিবাচক কারণে আলোচনায় ছিল। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এমন সিদ্ধান্তে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবিকে পাঠানো চিঠিতে আবদুল কাইয়ুম জানান, প্রত্যাশামতো স্পন্সর বা পৃষ্ঠপোষক না পাওয়ায় খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের মোট পারিশ্রমিকের ২৫ শতাংশ দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি চট্টগ্রাম রয়্যালস।

এছাড়া ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও জমা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শুরুর মাত্র এক দিন আগে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

তবে নিয়ম অনুযায়ী এখন দলটির পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি। গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানিয়েছেন, তারা মালিকের চিঠি পেয়েছেন এবং বর্তমানে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম রয়্যালসের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে।

পারিশ্রমিক নিশ্চিত না হওয়ায় দলটির বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন। ফলে স্কোয়াড নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

এই সংকট কাটিয়ে কীভাবে চট্টগ্রাম রয়্যালসকে মাঠে নামানো যায়, তা নিয়ে এখন জোর তৎপরতা চালাচ্ছে বিসিবি। আগামীকাল দুপুর থেকে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যায় মাঠে নামার কথা মালিকানাহীন হয়ে পড়া চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।