ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ | ১১ পৌষ ১৪৩২
Logo
logo

পরীমণির মন্তব্য ভাইরাল! কী বললেন তারেক রহমানের ভাষণ শুনে? 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

পরীমণির মন্তব্য ভাইরাল! কী বললেন তারেক রহমানের ভাষণ শুনে? 

প্রায় দেড় দশক পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন তিনি। সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের কিছু নেতাকর্মী।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি রওনা দেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের দিকে। একটি বিশেষ বাসে করে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। পুরো রাস্তাজুড়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে স্বাগত জানান।

প্রায় তিন ঘণ্টা পনেরো মিনিট পর তিনি মঞ্চে পৌঁছান। সেখানে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, "৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনই সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।"

তারেক রহমানের এই বক্তব্যে অনেকেই মুগ্ধ। তাদের মধ্যে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, "'আজ এ দেশের মানুষ চায়...' যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।"

পরীমণির এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।