এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে ঝড়ো ব্যাটিং করে দেখিয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ ইমন ও আফিফ হোসেন। জাতীয় দলের ব্যাটার ইমন চার নম্বরে নেমে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়েছেন। সঙ্গে রনি তালুকদার, আফিফ হোসেন ও সাঈম আইয়ূবের ব্যাটে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ গড়েছে টাইটান্স।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। মাত্র ৪.১ ওভারে পাকিস্তানি ওপেনার সাঈম ৩৬ রানের জুটি গড়ে আউট হন। তার ব্যাট থেকে ১৫ বলে ২৮ রান আসে। তিনটি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। অন্য ওপেনার রনি ৩৪ বলে চারটি চারের সাহায্যে ৪১ রান যোগ করেন।
রান পেয়েছেন তিন নম্বরে নামা আফগান ব্যাটার হযরতুল্লাহ জাজাই। তিনি ১৮ বলে দুই চার ও একটি ছক্কায় ২০ রান করেন। ১৩ ওভারে ১০৪ রানে ৩ উইকেট হারানোর পর সিলেটকে বড় পুঁজি এনে দিতে ইমন ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের হার না মানা ইনিংস খেলেন।
১৯৬.৯৬ স্ট্রাইক রেটে রান করা এই ব্যাটার পাঁচটি ছক্কা ও চারটি চার মারেন। আফিফ ১৯ বলে ৩৩ রান করে আউট হন। তার ইনিংসে চারটি চার ও একটি ছক্কা ছিল।
রাজশাহীর ছয় বোলারই খরুচে ছিলেন। নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ২ উইকেট পেলেও ৪ ওভারে ৩৮ রান দিয়েছেন।
একটি করে উইকেট নেওয়া বিনুরা ফার্নান্দো ও তানজিম সাকিব ৪ ওভারে যথাক্রমে ৩১ ও ৪৩ রান দিয়েছেন। আব্দুল গাফ্ফার সাকলাইন ৩ ওভার ঘুরিয়ে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। এসএম মেহরাব ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। মোহাম্মদ নওয়াজ ১ ওভারে দেন ৯ রান।