ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ | ১২ পৌষ ১৪৩২
Logo
logo

খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদের ফেসবুক পেজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদের ফেসবুক পেজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড অফিশিয়াল পেজ। সংঘবদ্ধভাবে রিপোর্ট করার মাধ্যমে তার পেজটি সরিয়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ নিজেই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন,
“ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক দেওয়া হয়েছে। সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে আমার ভেরিফায়েড অফিশিয়াল পেজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন,
“বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক পড়েছে।”

হঠাৎ করে একটি জনপ্রিয় ও ভেরিফায়েড পেজ এভাবে উধাও হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে তার সমর্থক ও অনুসারীদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ।