ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ | ১২ পৌষ ১৪৩২
Logo
logo

আবেগে ভাসলেন তারেক! দীর্ঘ ১৭ বছর পর বাবার কবরে ফুল দিয়ে যা করলেন দেখুন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

আবেগে ভাসলেন তারেক! দীর্ঘ ১৭ বছর পর বাবার কবরে ফুল দিয়ে যা করলেন দেখুন

দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেই পিতার সমাধিসৌধে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি বাবার শেষ শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে (পূর্বতন জিয়া উদ্যান) পৌঁছান।

সেখানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে তিনি কিছুক্ষণ একাকী ও নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। এই মুহূর্তে তাকে আবেগে ভাসতে দেখা যায়। টিস্যু দিয়ে চোখ মুছতে এবং পরে করুণভাবে মোনাজাত করতে হাত তুলতেও দেখা যায় তাঁকে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত করার এই দৃশ্য ছিল অত্যন্ত মর্মস্পর্শী।

তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া-মোনাজাতেও অংশ নেন। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা এবং অসংখ্য নেতাকর্মী।

এর আগে, দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটানোর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি লন্ডন থেকে বিমান করে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।