ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ | ১২ পৌষ ১৪৩২
Logo
logo

১৫ বছর আগেই সংসদে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরবেন: আন্দালিব পার্থ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

১৫ বছর আগেই সংসদে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরবেন: আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন—তারেক রহমান একদিন দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সেই সময়কার বক্তব্যকে আবার নতুন করে সামনে এনে দিয়েছে। পার্থ জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এমন কথা বলা মোটেও সহজ ছিল না, তবে তিনি সেটা বলেছিলেন দৃঢ় বিশ্বাস থেকেই।

পোস্টে আন্দালিব পার্থ আরও লেখেন,
“তারেক রহমানের মতো একজন জননন্দিত নেতার ভবিষ্যৎ কোনো আদালতের কলমের আঁচড়ে নির্ধারিত হয় না। সেটা নির্ধারণ হয় আল্লাহর ইচ্ছায় এবং জনগণের রায়ে, সঠিক সময়ে।”

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে তিনি বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ জনগণকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।