এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

ইরান উপসাগরে কেশম দ্বীপের কাছে তেলবাহী একটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। ট্যাংকারটিতে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি তেল বহন করা হচ্ছিল বলে শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।
তবে আটক ট্যাংকারটির নাম কিংবা এটি কোন দেশের—সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ফৌজদারি অপরাধের অভিযোগে ১৬ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ট্যাংকারটি গত বুধবার জব্দ করা হয়। এর আগেও গত সপ্তাহে ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার আটক করার কথা জানিয়েছিল ইরান। সেই ঘটনাতেও ট্যাংকারটির দেশীয় পরিচয় গোপন রাখা হয়েছিল।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, আটক নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে চোরাচালান নেটওয়ার্ক চিহ্নিত ও দমন করতে অতিরিক্ত তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ জ্বালানি ভর্তুকি এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানে জ্বালানি চোরাচালান বেড়েছে। এই পরিস্থিতিতে স্থলপথ ও সমুদ্রপথে প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি পাচার বন্ধ করতেই এ ধরনের কঠোর অভিযান চালাচ্ছে তেহরান।