এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের আবেদন করেছে দেশটির প্রসিকিউশন। আদালতে জমা দেওয়া এই আবেদনে বলা হয়েছে, বিচারকাজে বাধা সৃষ্টি এবং সামরিক আইন জারির সঙ্গে সম্পর্কিত একাধিক অভিযোগে তাকে শাস্তি দেওয়া উচিত।
ইউন সুক ইওল ২০২৪ সালের ৩ ডিসেম্বর সাময়িকভাবে বেসামরিক শাসন স্থগিত করে সামরিক আইন জারি করেছিলেন। এই ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সংসদে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়।
চলতি বছরের এপ্রিল মাসে সাংবিধানিক আদালতের রায়ে তিনি প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন। এরপর থেকেই সামরিক আইন জারির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সামরিক আইন জারি সংক্রান্ত বৈঠক থেকে কয়েকজন মন্ত্রীসভার সদস্যকে বাদ দেন ইউন। এছাড়া গত জানুয়ারি মাসে তাকে আটক করতে তদন্তকারীদের বাধা দেন।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সিউলের আদালত আগামী মাসে মামলার রায় দিতে পারে। ডিসেম্বরের শুরুতে ইওল দাবি করেছিলেন, তিনি সামরিক আইন জারি করেছিলেন ‘চীনপন্থী, উত্তর কোরিয়াপন্থী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ মোকাবেলার জন্য।
এছাড়া সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও তিনটি মামলার বিচার চলছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।