এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

বিপিএলে অভিষেকটা একদমই রাঙাতে পারল না নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের প্রথম ম্যাচেই চট্টগ্রাম রয়্যালসের কাছে বড় ব্যবধানে হেরে গেছে নবাগত দলটি।
আগে ব্যাট করে চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। ফলে বন্দরনগরীর দলটি পায় ৬৫ রানের দাপুটে জয়।
মাঠের বাইরে নাটক, মাঠে চট্টগ্রামের দাপট
বিপিএল শুরুর একদিন আগেই নানা নাটকীয়তার জন্ম দিয়েছিল চট্টগ্রাম। আর্থিক সংকটের কারণে দলটির মালিকানা নেয় বিসিবি। তবে মাঠের খেলায় এর কোনো প্রভাব দেখা যায়নি। শেখ মাহেদী হাসানের নেতৃত্বে অনেকটাই সহজভাবে নোয়াখালীকে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
মির্জা বেগের ধীর কিন্তু কার্যকর ইনিংস
টস জিতে আগে ব্যাটিং নেয় চট্টগ্রাম। ওপেনার নাঈম শেখ ভালো শুরু করতে পারেননি, ১১ বলে ১১ রান করে ফিরে যান। তবে অন্য প্রান্তে মির্জা বেগ খেলেন দারুণ এক ইনিংস। ৬৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় করেন ৮০ রান।
অধিনায়ক শেখ মাহেদী হাসানও ঝরঝরে ব্যাটিং করেন। মাত্র ১৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় তার ব্যাট থেকে আসে ২৬ রানের ক্যামিও ইনিংস।
নোয়াখালীর বোলারদের মধ্যে সাব্বির হোসেন ছিলেন সবচেয়ে সফল। ১ ওভারে ৯ রান দিয়ে নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও মাজ সাদাকাত।
রান তাড়ায় নোয়াখালীর ব্যাটিং ধস
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি নোয়াখালীর। ওপেনার হাবিবুর রহমান সোহান ৭ বলে ২টি চার ও ১টি ছক্কায় করেন ১৫ রান। অন্য ওপেনার সাদাকাত খেলেন ২৭ বলে ৩৮ রানের লড়াকু ইনিংস।
তবে এরপরই ধস নামে। সাব্বির হোসেন, সৈকত আলী ও জাকের আলী—তিনজনই এক অঙ্কের ঘরে ফিরে যান। হায়দার আলী কিছুটা চেষ্টা করেন, ২৪ বলে ২৮ রান করেন। তবে তাতে হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই হয়নি।
চট্টগ্রামের বোলারদের দাপট
চট্টগ্রামের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তানভীর ইসলাম, নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম ও অধিনায়ক মাহেদী হাসান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই বড় হার এড়াতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস।