ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২
Logo
logo

১৭ বছর পর দেশে ফিরে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান, আবেগঘন মুহূর্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

১৭ বছর পর দেশে ফিরে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান, আবেগঘন মুহূর্ত

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবরে শ্রদ্ধা জানান তিনি।

কোকোর সংক্ষিপ্ত জীবন ও মৃত্যু

আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন পর দেশে ফিরে ভাইয়ের কবর জিয়ারত করায় আবেগঘন হয়ে ওঠে মুহূর্তটি।

নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম সম্পন্ন

কবর জিয়ারতের আগে তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর কক্ষে তাঁর এনআইডি সংক্রান্ত কাজ শেষ হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়।

আরও কয়েকজনের কবর জিয়ারত

এরও আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

সকাল থেকেই কর্মসূচি শুরু

শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর বের হয়। এরপর একে একে দিনের কর্মসূচি সম্পন্ন করেন তিনি।

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।