ঢাকা, রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২
Logo
logo

এমসিজিতে লাইভ অ্যাশেজ টেস্টে দর্শকদের কাছ থেকে বিয়ার চেয়ে বসলেন বেন ডাকেট,


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

এমসিজিতে লাইভ অ্যাশেজ টেস্টে দর্শকদের কাছ থেকে বিয়ার চেয়ে বসলেন বেন ডাকেট,

অ্যাশেজ ২০২৫-২৬-এর বক্সিং ডে টেস্ট চলাকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ও দর্শকদের মধ্যে এক মজার মুহূর্ত এখন ইন্টারনেট কাঁপাচ্ছে। গ্যালারি থেকে বিয়ার অফার করে খুনসুটি করলে ডাকেট তা উপেক্ষা না করে ইশারায় জবাব দেন—আর তাতেই ভিডিওটি হয়ে যায় ভাইরাল।

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মানসিকভাবে চাঙা হতে ছুটির গন্তব্যে ছোট বিরতি নেয় ইংল্যান্ড দল। তবে বিরতি শেষে তৃতীয় টেস্ট ও পুরো সিরিজেই হার মানে তারা। এরপর দলটির সেই সফর ঘিরে তদন্ত শুরু করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বেন ডাকেটের ভাইরাল ক্লিপ ঘিরে অ্যাশেজ সফরে বিতর্ক

সিরিজ চলাকালীন খেলোয়াড়দের ছুটি দেওয়া সিদ্ধান্তটি নিয়ে সমালোচনা শুরু হয়, যখন নুসা সফর থেকে একের পর এক ভিডিও ও প্রতিবেদন সামনে আসে। অনেকেই প্রশ্ন তোলেন—সিরিজ তখনো জীবিত থাকতে এমন বিরতি কি ঠিক ছিল?

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেন ডাকেট হোটেলে ফেরার পথ খুঁজে না পেয়ে কিছুটা বিভ্রান্ত। এমনকি একজন তাকে জিজ্ঞেসও করেন, ক্যাব দরকার কি না।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, নুসায় অবস্থানকালে ইংল্যান্ড দলের ওপর কড়া নজর রাখেন সাংবাদিকরা। অভিযোগ ওঠে, কিছু খেলোয়াড় ওই বিরতিতে টানা ছয় দিন পর্যন্ত মদ্যপানে মেতে ছিলেন।

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি জানান, এই সফরকে ‘স্ট্যাগ ডু’-এর সঙ্গে তুলনা করে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে।

বিয়ার খুনসুটিতে দর্শকদের সঙ্গে হাসিমুখে জবাব বেন ডাকেটের

বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় দর্শকদের সঙ্গে দারুণ হালকা মুহূর্ত উপভোগ করেন বেন ডাকেট। গ্যালারি থেকে কেউ বিয়ার চাইছে কি না জিজ্ঞেস করে, কেউ আবার নুসার বিরতি নিয়ে ঠাট্টা করেন।

বামহাতি এই ব্যাটার সবকিছুই নেন হাসিমুখে। থাম্বস-আপ, হাত নাড়া—সহজ কিছু ইশারায় তিনি বুঝিয়ে দেন, মজার ছলে হওয়া এই খুনসুটি তিনি বেশ উপভোগ করছেন।

ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী শেয়ার করা ওই ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

টেস্ট ক্রিকেটে ৩,০০০ রান: দ্বিতীয় দ্রুততম ব্যাটার বেন ডাকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে চতুর্থ অ্যাশেজ টেস্টে টেস্ট ক্রিকেটে ৩,০০০ রান পূর্ণ করেন বেন ডাকেট। ম্যাচের দ্বিতীয় দিনে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

৩,০০০ রানে পৌঁছাতে ডাকেটের দরকার ছিল ৩১ রান। প্রথম ইনিংসে তিনি করেন মাত্র ২ রান, তবে চতুর্থ ইনিংসে খেলেন ঝোড়ো ৩৪ রানের ইনিংস। এটি ছিল তার ৪২তম টেস্ট ম্যাচ।

টেস্ট ক্রিকেটে ৭৮ ইনিংসে ৩,০০৫ রান করেছেন ডাকেট। গড় ৪০.০৬, রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি। তার স্ট্রাইক রেট ৮৬.৪৪, যা ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলার ধরনকে ভালোভাবেই মানায়।

২০১৬ সালের অক্টোবরে টেস্ট অভিষেক হয় ডাকেটের। মাত্র ৩,৪৭৪ বলে ৩,০০০ রান পূর্ণ করে তিনি দ্বিতীয় দ্রুততম ব্যাটার। এই তালিকায় তাকে ছাড়িয়ে আছেন শুধু হ্যারি ব্রুক, যিনি ৩,৪৬৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন।