ঢাকা, রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২
Logo
logo

১৩০০তম ম্যাচেই আগুন! মাইলফলক ছুঁয়ে জোড়া গোলে আল নাসরকে উড়াল দিলেন রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

১৩০০তম ম্যাচেই আগুন! মাইলফলক ছুঁয়ে জোড়া গোলে আল নাসরকে উড়াল দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: মাঠে নামার আগেই ইতিহাস। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে এটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ১,৩০০তম ম্যাচ। এই কীর্তিতে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল দুইজন ফুটবলার। আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে ওঠা—শনিবার (২৭ ডিসেম্বর) আবারও সেটাই প্রমাণ করলেন সিআর সেভেন।

আল ওখুদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন পর্তুগিজ মহাতারকা। ৩১ মিনিটে সতীর্থের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে পূর্ণ করেন জোড়া গোলের আনন্দ।

পায়ের আলতো টোকায় প্রতিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে গোলটি করেন রোনালদো। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৫৬তম গোল। বিরতির পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

হ্যাটট্রিকও হতে পারতো রোনালদোর। তবে একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আল নাসর। টানা ১০ ম্যাচ জিতেছে দলটি। প্রো লিগে ১০ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ১২।