ঢাকা, রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২
Logo
logo

অত্যন্ত সংকটময় মুহূর্তে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

অত্যন্ত সংকটময় মুহূর্তে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অত্যন্ত জটিল ও সংকটময়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই কঠিন সময়ে মায়ের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থার ধারাবাহিক অবনতি হওয়ায় প্রথমে তাকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই। তবে মহান আল্লাহর রহমতে এই সংকটময় সময় পার হতে পারলে ভালো কিছুর আশা করা যেতে পারে।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান মায়ের চিকিৎসা নিয়ে সরাসরি তদারকি করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সারাদিনের বিভিন্ন কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে যান এবং দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান। তারা মেডিকেল বোর্ডের সঙ্গে দীর্ঘ বৈঠক করে চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। রাত ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতালের অন্য রোগীদের কথা বিবেচনায় রেখে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। ডা. জাহিদ হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সতর্ক, যেন কোনোভাবেই সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়। এ কারণে নেতাকর্মীদের অতিউৎসাহী কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। তারেক রহমান ও পরিবারের পক্ষ থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আকুল আবেদন জানানো হয়েছে।