এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া অঙ্গনকে বিদায় জানিয়েছেন। অভিনয় ও মডেলিংসহ সব ধরনের কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও জানিয়েছেন। এরই মধ্যে নেকাব পরা শুরু করেছেন লুবাবা।
একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তার দাদা ছিলেন খ্যাতিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় অল্প বয়সেই ক্যামেরার সামনে আসেন লুবাবা। নাটক ও বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে নিয়মিত কাজ করে অল্প সময়েই জনপ্রিয়তা পান তিনি। তবে হঠাৎ করেই জীবনের গতিপথ বদলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ শিল্পী।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি সংবাদমাধ্যমকে জানান, মেয়ের নিজের অনুভূতি থেকেই এই সিদ্ধান্ত এসেছে। তিনি বলেন, “লুবাবা আর মিডিয়ায় কাজ করতে চায় না। এজন্য সে নেকাব পরেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়।”
তিনি আরও জানান, ধর্মীয় বই পড়ার মাধ্যমেই লুবাবার জীবনে এই বড় পরিবর্তন এসেছে। “লুবাবা কোরআন খতম দিয়েছে। পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ছে। এসব পড়াশোনা থেকেই সে নিজের জীবনধারা বদলানোর সিদ্ধান্ত নিয়েছে,” বলেন জেমি।
যদিও মিডিয়া থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছেন লুবাবা, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সীমিত প্রচারণামূলক কাজে অংশ নিতে পারেন তিনি। তবে এসব ক্ষেত্রেও নেকাব পরেই অংশ নেবেন বলে জানিয়েছেন তার মা।
এদিকে, আগামী রমজানে ওমরাহ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার। পরিবার সূত্রে জানা গেছে, ধর্মীয় জীবনধারা অনুসরণ করে নতুনভাবে জীবন শুরু করতেই এই পথ বেছে নিয়েছেন তিনি।