ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২
Logo
logo

গাড়িতে সিগারেটের প্যাকেট! ধোনিকে দেখে হতবাক ভক্তরা, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

গাড়িতে সিগারেটের প্যাকেট! ধোনিকে দেখে হতবাক ভক্তরা, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিনের পার্টি শেষে এমএস ধোনির গাড়ির ভেতরে সিগারেটের একটি প্যাকেট দেখা যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছোট সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা—তবে কি ধূমপান করেন ‘ক্যাপ্টেন কুল’? অনেক ভক্তই বিষয়টিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিচ্ছেন।

প্যানভেলের ফার্মহাউসে সালমান খানের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোনি। পার্টিটি ছিল একেবারেই ঘনিষ্ঠ পরিসরের, শুধুমাত্র কাছের বন্ধু ও পরিচিতদের নিয়ে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর, আদিত্য রয় কাপুর, জেনেলিয়া দেশমুখ, রাখুল প্রীত সিংসহ চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ।

গাড়িতে সিগারেটের প্যাকেট, এমএস ধোনিকে ঘিরে নতুন আলোচনা

ধোনির আগমনেই পার্টির বাইরে জমে ওঠে আলাদা উত্তেজনা। প্রাক্তন ভারত অধিনায়কের এক ঝলক দেখতে তার গাড়ির চারপাশে ভিড় করেন পাপারাজ্জিরা। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও তাকে ঘিরে ধরে ক্যামেরা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরে একটি সিগারেটের প্যাকেট রাখা। সে সময় ধোনির সঙ্গে গাড়িতে ছিলেন তার স্ত্রী সাক্ষী ধোনি এবং আরও একজন। প্যাকেটটি গাড়ির পেছনের সিটের আর্মরেস্টের ওপর রাখা ছিল বলে ভিডিওতে স্পষ্ট দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল আলোচনা ও গুঞ্জন। অনেকেই প্রশ্ন তুলছেন—সিগারেটটি কি ধোনির? আবার কেউ কেউ বলছেন, এটি গাড়িতে থাকা অন্য কারওও হতে পারে। তবে এ বিষয়ে ধোনি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

ধোনির হুক্কা অভ্যাস ঘিরে পুরোনো কথাও ফের আলোচনায়

এই ভিডিও ঘিরে আবারও আলোচনায় এসেছে ধোনির হুক্কা পানের অভ্যাস। ধোনির অনেক সাবেক সতীর্থ আগেই জানিয়েছেন, অবসর সময়ে তিনি হুক্কা টানতে পছন্দ করতেন এবং মাঝেমধ্যে সতীর্থদেরও আমন্ত্রণ জানাতেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দুবাইয়ে ধোনির হুক্কা খাওয়ার বেশ কয়েকটি ভিডিও আগেও ভাইরাল হয়েছিল। সেসব ভিডিওও তার ব্যক্তিগত অভ্যাস নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছিল। এবার গাড়িতে সিগারেটের প্যাকেট দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হলো।