ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২
Logo
logo

রোহিতের সঙ্গে ব্যাটিং মানেই সিনেমা! মুম্বই তরুণের মুখে শোনালেন মাঠের অবিশ্বাস্য অভিজ্ঞতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

রোহিতের সঙ্গে ব্যাটিং মানেই সিনেমা! মুম্বই তরুণের মুখে শোনালেন মাঠের অবিশ্বাস্য অভিজ্ঞতা

বিজয় হাজারে ট্রফি ২০২৫-এ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে একেবারে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মুম্বইয়ের তরুণ ব্যাটার অংক্রিশ রাঘুবংশী। ডানহাতি এই ব্যাটার জানালেন, নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে রোহিতকে ব্যাট করতে দেখা যেন সিনেমা দেখার মতোই মনে হচ্ছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে নামেন রোহিত শর্মা। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি ৯৪ বলে ১৫৫ রান করেন। সেই ইনিংসে ছিল ১৮টি চার ও ৯টি ছক্কা।

সত্যিই সিনেমার মতো লেগেছিল – রোহিতের সঙ্গে ব্যাটিং নিয়ে অংক্রিশ

সিকিমের বিপক্ষে বড় ওপেনিং জুটির পর রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেন অংক্রিশ রাঘুবংশী। তিনি জানান, নন-স্ট্রাইকার প্রান্ত থেকে সামনে বসে রোহিতের ব্যাটিং দেখার সুযোগটা ছিল একেবারেই বিশেষ।

অংক্রিশ বলেন,
“১৪১ রানের মধ্যে আমার ছিল মাত্র ৪০। তাই পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। আমি বেশিরভাগ সময় ওকে সিঙ্গেল দিচ্ছিলাম আর নন-স্ট্রাইকার প্রান্ত থেকে দেখছিলাম। সত্যি বলতে, পুরো ব্যাপারটা সিনেমা দেখার মতো লেগেছে।”

টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংক্রিশ করেন ৫৮ বলে ৩৮ রান, যেখানে ছিল চারটি চার। সেই ম্যাচে রোহিতের সঙ্গে তার ওপেনিং জুটি দাঁড়ায় ১৪১ রানের। ভালো শুরু পেলেও অর্ধশতক পূর্ণ করতে পারেননি তিনি।

জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা

আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা। সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি, ভদোদরায়।

২০২৫ সালটি ওয়ানডে ক্রিকেটে রোহিতের জন্য ছিল দুর্দান্ত। ১৪ ম্যাচে তিনি করেন ৬৫০ রান, গড় ৫০.০০ এবং স্ট্রাইক রেট ১০০-এর একটু বেশি। এই সময়ে তার ব্যাট থেকে আসে চারটি ফিফটি ও দুটি সেঞ্চুরি। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ইনিংসে রোহিত করেন ২০২ রান, যার মধ্যে ছিল সিডনিতে একটি সেঞ্চুরি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও দুটি হাফ-সেঞ্চুরি করেন তিনি।

৩৮ বছর বয়সী রোহিত শর্মা এখন পর্যন্ত ভারতের হয়ে ২৭৯টি ওয়ানডে খেলেছেন। মোট রান ১১,৫১৬, গড় ৪৯.২১। তার নামের পাশে রয়েছে ৩৩টি সেঞ্চুরি ও ৬১টি অর্ধশতক।

হাসপাতাল থেকে ফিরেই হাফ-সেঞ্চুরি হাঁকালেন অংক্রিশ

বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের দাপট অব্যাহত। ছত্তিশগড়ের বিপক্ষে নয় উইকেটের সহজ জয় পায় দলটি। ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে থাকে মুম্বই।

এই ম্যাচে আত্মবিশ্বাসী ও পরিণত ব্যাটিং করেন ২১ বছর বয়সী অংক্রিশ রাঘুবংশী। ৬৬ বলে অপরাজিত ৬৮ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। মাত্র ২৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

কয়েক দিন আগেই ফিল্ডিং করতে গিয়ে মাথা ও কাঁধে গুরুতর চোট পান অংক্রিশ। ডাইভিং ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান এবং স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। স্ক্যানের জন্য নেওয়া হয়েছিল হাসপাতালে। সেই ধাক্কা কাটিয়ে ফিরে এমন ইনিংস খেলায় প্রশংসা কুড়িয়েছেন তরুণ এই ব্যাটার।