ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২
Logo
logo

য়াপল্টনে তারেক রহমানের আগমন! নেতা-কর্মীদের উন্মাদনা, নিরাপত্তা টাইট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

য়াপল্টনে তারেক রহমানের আগমন! নেতা-কর্মীদের উন্মাদনা, নিরাপত্তা টাইট

আজ বেলা ৩টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আসার খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেছেন। সময় যত গড়াচ্ছে, ভিড় তত বাড়ছে। শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

এর মাঝেই তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো হাজির হয়ে গেছে। ডগ স্কোয়াড দিয়ে পার্টি অফিসের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হচ্ছে। এই দ্বিতীয় তলাতেই তারেক রহমান তার অফিসে বসবেন। একই তলায় রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিসও।
ইতোমধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কার্যালয়ে পৌঁছে গেছেন বলে মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আশা করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (সোমবার) দুপুরের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটা চেম্বার প্রস্তুত করা হয়েছে।
এর আগে গতকাল রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান।