ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২
Logo
logo

ভোটে ফিরছে ঠাকুরগাঁও-১! মনোনয়ন জমা দিয়ে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা মির্জা ফখরুলের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

ভোটে ফিরছে ঠাকুরগাঁও-১! মনোনয়ন জমা দিয়ে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, রক্তপাত, ত্যাগ ও নির্যাতনের পর বহুদিন পরে বাংলাদেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার হাতে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল বলেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তার ভাষায়, আবারও এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হওয়ার সুযোগ পান, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, আসন্ন নির্বাচনে তিনি ঠাকুরগাঁওবাসীর সমর্থন ও দোয়া চান। আগের মতো এবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার জন্য তিনি এলাকার জনগণের কাছে অনুরোধ জানান। পাশাপাশি তিনি আল্লাহর কাছে দোয়া চান, যেন জনগণের জন্য কাজ করার তৌফিক পান।